পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3లిరి' বঙ্গ-সাহিত্য-পরিচয় । নবদলে তমালের গন্ধ মিশাইল । তার গন্ধে বৃন্দাবন আমোদ করিল। যুবজন-হৃদয় বিদার করিবারে। মনসিজ-নথ-প্রায় কিংশুক-জালে ৷ মদন হৈয়াছে রাজা এই বৃন্দাবনে। কেশর-কুহুম রাজদণ্ডের সমানে ॥ শিলিমুখ পাটলি পাটল প্রবেশিতে। মদনের তনু প্রায় জানিহ নিশ্চিতে। বিগলিত-লজ্জা সব তরুণীর গণে । করুণ হাসিছে দেখি * * লক্ষণে ॥ বিরহিণী-কুন্তল করে কুন্ত-মুখাকৃতি । কেতকী উন্নত-দস্তা তাহার প্রকৃতি। মাধবীর পরিমল নব-মল্লিকাতে। তার গন্ধে সুগন্ধিত দেখহ সাক্ষাতে ॥ মুনি-মন মোহন করিয়া শক্তি ধরে। তরুণ জনার বন্ধু অহেতু আচরে । ফুরিত মাধবী-লতা তার পরিরম্ভণে। মুকুলিত পুলকিত রসালাদিগণে ॥ বৃন্দাবনে বিপিনেতে পরিসর হৈয়। পরিগত যমুনার জলে মিশাইয়া ॥ বসন্ত ভ্ৰমিছে সদা বৃন্দাবন-মাঝে। বিরহিণী-জনের দুঃখ দিবে এ কাযে ॥ শ্ৰীজয়দেব-ভণিত শুনহ ভক্তগণ। শ্ৰীকৃষ্ণ-স্মরণে লও পরম কারণ ॥ বসন্তা-উৎকণ্ঠী এই কহিলাম কথা । ইহার আস্বাদে সুখ বাঢ়িব সৰ্ব্বথা ॥ অতি দীনহীন রসময় দাস । শ্ৰীগীতগোবিন্দ-কথা করিল আভাস ॥