পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৩৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গিরিধরের গীতগোবিন্দ। বঙ্গভাষা ও সাহিত্যর ৬১৩-৬১৯ পৃষ্ঠা দ্রষ্টব্য। ( ১৬৫৮ শকের পুথি হইতে নকল করা হইল। ) দশ-অবতার-স্ত্রোত্র । প্রলয়-সাগর তরিতে করি চারি বেদ উদ্ধারি। জয় জগদীশ হরি অদ্ভূত মীন-রূপধারী। অতি বড় পৃষ্ঠে ধরিঞা ক্ষিতি তাহে ব্ৰণ-চিহ্ন চক্রাকৃতি জয় জগদীশ হরি অস্তুত কচ্ছপ-রূপধারী। তব দত্ত-অগ্রে ধরণী রয় যেন চক্সে লীন কলঙ্ক হয় জয় জগদীশ হরি অদ্ভুত শূকর-রূপধারী। কর-কমলের দারুণ নখে হিরণ্যকশিপু দারিলে সুখে জয় জগদীশ হরি অদ্ভুত নরহরি-রূপধারী। বলিকে ছলিলে ত্রিপদ-রূপে পা হয়্যা (১) গঙ্গা পাপ বিনাশে জয় জগদীশ হরি অদ্ভুত বামন-রূপধারী ॥ ক্ষত্রিয়-রক্তে করিলে হ্রদ স্নানে খণ্ডে পাপ বিপদ জয় জগদীশ হরি অদ্ভুত ভৃগুপতি-রূপধারী। রাবণের মুণ্ড কাটিয়া রণে তুষ্ট কৈলে দিয়া দিকৃপতিগণে জয় জগদীশ হরি অদ্ভুত রঘুপতি-রূপধারী। শোভে শুক্লবৰ্ণ বসন নীলে হলাঘাত-ভয়ে যমুনা মিলে জয় জগদীশ হরি অদ্ভূত হলধর-রূপধারী। যজ্ঞ হৈতে নিন্দ কৈলে বেদে দয়া কৈলে দেখি পশুর বধে জয় জগদীশ হরি অদ্ভূত বৌদ্ধ-রূপধারী ॥ ম্লেচ্ছ বিনাশিতে ধরিলেন অসি যেন ধুমকেতু ভয়ের রাশি জয় জগদীশ হরি অদ্ভুত কন্ধী-রূপধারী। শুন শুন জয়দেবের এই গীত সুখ-শুভদাতা করে সংসারে রহিত জয় জগদীশ হরি অদ্ভূত দশবিধ-রূপধারী ॥ (১) পদতল হইতে উৎপন্ন হইয়া।