পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○8b* বঙ্গ-সাহিত্য-পরিচয় । এত বলি দূতগণে দিল পাঠাইয়া। দ্বিজ-স্থান হৈতে ধন আনহ ফিরিয়া ৷ রাজ-আজ্ঞা পায়্যা দূত চলিলা সত্বরে। দেশে দেশে এই কথা কহে সভাকারে ৷ অবধান কর শুন যত দ্বিজগণ । বাল্মীক রাজার যত লইয়াছ ধন ৷ সেই সব ধন সভে ফিরাইয়া দেহে । কড়া বট (১) ইহার না রাখিবে ধন কেহে ॥ যদি নাহি দেহ ধন রাখ লুকাইয়া। রাজ-আজ্ঞা তার মাথা লইব কাটিয়া ৷ এত শুনি দ্বিজগণ ভয়েতে কম্পিত। যে যাহা লইয়াছিল দিলেক ত্বরিত। এক দ্বিজ অতি বড় দরিদ্র আছিল। ধন-লোভ করি কিছু লুকায়্যা রাখিল ৷ কিছু আনি দিলেক দূতের বিদ্যমানে। কহিল দিলাম যত দিয়াছিলে ধনে ৷ দূতগণে দ্বিজ-স্থানে সব ধন লয়্যা। রাজার নিকটে তবে উক্তরিল গিয়া ॥ প্রত্যক্ষে দিলেক ধন যেবা যত নিল । লিখন প্রমাণ সব বুঝিয়া পাইল৷ কিন্তু এক দ্বিজ ধন না দিল কিঞ্চিৎ ৷ তাহা দেখি নরপতি ক্রোধেতে কম্পিত ॥ আরে দুষ্ট দ্বিজ মোর আজ্ঞা না মানিয়া। প্রচার না করি ধন রাখ লুকাইয়া৷ এতেক বলিয়া রাজা হাতে খড়গ করি। চলি গেলা যথা সেই ব্রাহ্মণের পুরী। রাজারে দেখিয়া বিপ্র কাপে থরহর । মহাক্রোধে বলে রাজা শুনরে বর্বর ॥ না । (১) এক কড়া বা এক বট পরিমিত ধনও কেহ রাখিতে পারিবে