পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪১২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ురిసిరి বঙ্গ-সাহিত্য-পরিচয় । কমল-কোরক জিনি কুচযুগ পীন। কেশরী জিনিঞা কাকালীখনি ক্ষীণ ॥ রামরস্তা জিনিঞা জঘন-যুগ-শোভা । কমল-কুকুম জিনি পদতল-আভা ৷ পদের যাবক যোগীর জীউ হরে। যোদ্ধাপতি যুবক জীবন নাহি ধরে । কি দিব উপমা ধন্ত ধন্ত সেই বিধি । কেমনে গড়িয়াছিল এত রূপের নিধি ॥ একে তনু গৌর তাহাতে গোরোচনা। অগ্নি-দীহে উজ্জ্বল হয়্যাছে কাচা সোণ ৷ কাল কেশে কবরী কানড় ছান্দে সাজে। ঝাপ ঝুরি বর্ণঝর ঝুলিছে পীঠ-মাঝে। ভালে শোভে অলকা সিন্দুর ইন্দু-জ্যোতিঃ । নাসিকাতে বেসর দুলিছে গজমতি ॥ কাণে দোলে কুণ্ডল মুকুতা হীরা চুনি। নিশিনাথ নিকটে প্রকট দিনমণি ॥ গলাএ হারি গজ-মুকুতার হার। হীরা মণি ঘটিত জড়িত হেম-তাড় ॥ গজদন্ত-নিৰ্ম্মিত বিচিত্র চিত্র শঙ্খ । কটিতটে কিঙ্কিণী চরণযুগে বঙ্ক ৷ পদাঙ্গুলে পাস্থলি আনট বৃদ্ধাঙ্গুলে। কষিয়া কাকালি বান্ধে কমলের ফুলে ৷ বেশ নীল বসন উড়নী পহিরণ। তনু রুচি তড়িত জড়িত নবঘন । বেশ বর্ণি বিশেষ ফকীর রামে কয়। জিতেন্দ্রিয় যোগীর জীবন নাঞি রয়। রাজ-কন্যার আক্ষেপ । পশু জাতি বানরী তাহার এত মায়া । পুত্ৰশোকে অভাগী ধরিতে নারে কায়া ॥ অছিপছি আকুলি ব্যাকুলি করি ছলে । পরিত্রাহি শবদে কান্দিছে উচ্চ রোলে ৷ বুক মুখ বায়্যা পড়ে লোচনের লোহ। পশু জাতি হইয়া ছাওয়ালে এত মোহ ॥ বানরীর মমতা-দর্শনে।