পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

| 했 هسواره د- هسوارت د ـــــــtg-ss GTچـــــــ}:fRifR একদিন বিপাকে পড়িয়াছিলু রায় । , কুম্ভীরে ধরিঞা পাছে চুপাইতে (১) চায়। চক্ষে তার বসাইলাম নোখ দুই জুড়ি। ছাড়া দিয়া দুরে গিয়া ছাড়ে ভুড়হুড়ি ॥ হুডুখা-খশালে বাঘ তারপর কয়। রাত্রিযোগে হুডুকা থশাই তয় তয় (২) । ঘরের ভিতর গিয়া আমি বড় রাড় । একে একে সমস্ত গুলিন ভাঙ্গি ঘাড় ॥ বিশ্ব পরাজয় মোর তার সন্দে নাই। সভে মাত্র হরিলাঙ মউল্যার ঠাঞি ॥ একদিন এক বেটা মারিলেক ঠেঙ্গা। সেই হইতে হইয়াছে কাকালিখানি ভাঙ্গা ॥ এতেক শুনিঞা বলে বাঘ দুরবার। মায়া মানুষের নামে মোর নমস্কার। এক মাগী প্রসব হইল এক কালে। বনের ভিতর ঘর বেড়া দিয়া জালে ৷ ভানিয়া চাহিয়া দেখি ছাওয়া নাই চাল । লাফ দিয়া উঠিলাম তথায় তৎকাল ॥ দুই হাতে ধরিয়া চাল গল হতে শির। হেনকালে উঠে মাগী জানিয়া ফিকির। গরাণ কাঠেতে আগুন রাখে ছিল । একখানি আনিয়া আমনি গোপে দিল । আতিবিতি বাহিরে পড়িয়া গড়াগড়ি। গোপ দুটা পোড়া যায় জাল ধরে বড়ি ৷ খোয়াড়-ভাঙ্গার কথা শুন বলি রায় । একদিন ঠেকেছিলু প্রমাদিয়া দায় ॥ গোয়ালের ভিতর গেলাম বাছুর থাইতে। দুয়ারে লাগিল টাটা না পারি বাহিরাতে । বাহির হইতে আমি পথ নাঞি পাই। মনে করি খাওয়া থাকু পরাণ বাচাই ॥ (১) চুপাইতে=জলের ভিতরে ডুবাইতে। (২) তয় তয় = ধীরে ধীরে = একটি একটি করিয়া । రికిY