পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাইয়া উত্তর বড় সন্তুষ্ট হইল। বাগদেবী উত্তম পণ্ডিত তোকে কৈল। দ্বিতীয় প্রহরে রাক্ষসী ফিরে গেল। তৃতীয় প্রহরে আসি কহিতে লাগিল ॥ কহ দেখি প্রবাসেতে মিত্র কেবা হয়। গৃহের মধ্যেতে মিত্র কাহারে বলয় ॥ অন্তর-মধ্যেতে বল মিত্র কোন জন । মৃত্যু-কালে মিত্র কেবা কহ প্রকরণ। প্রবাসেতে বিদ্যার বাড়া বন্ধু নাহি কেহ । গৃহে ভাৰ্য্যা বন্ধু ইহা নিশ্চয় জানিহ। অন্তরের মধ্যে ঔষধ মিত্র হয়। জনাৰ্দ্দন মিত্র জান মরণ-সময় ॥ রাক্ষসী কহিছে ধন্য ধন্ত সুপণ্ডিত। তোমার সমান পণ্ডিত নাহি পৃথিবীত ॥ তৃতীয় প্রহরে রাক্ষসী ফিরিয়া গেল। চতুর্থ প্রহরে আসি উপস্থিত হইল। কহ দেখি কিসেতে রাজার বিনাশ হয় । সকল হইতে বৈতরণী নদী কারে কয় ॥ কহ কামদুঘা ধেনু কহিব কাহারে। নন্দনের বন কিসে কহত সত্বরে ৷ রাজী হইয়া ক্রোধী হইলে শীঘ্র বিনাশ হয়। সকল হইতে বৈতরণী নদী যে আশয় (১) ॥ বিদ্যা কামদুঘা ধেনু এহা যে নিশ্চয়। সন্তোষ নন্দন-বন নাহিক সংশয় ॥ চারি শ্লোকের প্রতি-উত্তর রাক্ষসী পাইল । ধন্ত পণ্ডিত বলি কালিদাসে বাখানিল ৷ পরিচয় দেহ তুমি কোন মহাজন। মোর নাম কালিদাস বিখ্যাত ভুবন ॥ (১) আশয়=আশা । “আশা বৈতরণী নদী।” বিবিধ—বিক্রমাদিত্য-কালিদাস-প্রসঙ্গ—১৭শ শতাব্দীর শেষভাগ। ১৩৭৫ দ্বিতীয় প্রহরে মুক্তি। তৃতীয় প্রহরের সমস্ত। উত্তর । তৃতীয় প্রহরে মুক্তি। --- ! : -- - - - - --> * রাক্ষসীয় প্রীতি ।