পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○"b" সমস্তার উত্তর । পণ্ডিতগণের পলায়ন । নর্তক-নর্তকীর গান। রাজপুত্র, রাজকন্তু ও পাত্র-পুত্রের পুরস্কারপ্রদান । কোটালের নৃত্য। বঙ্গ-সাহিত্য-পরিচয় । কেহ কহে জন্তুফল গাছে পাকিয়াছে। জলে পড়ে থাকে কেন না খায় মাছে ৷ কেহ কহিতে না পারে কালিদাস কহে । নাহি খায় মাছে উহা জালের কাঠি-ভয়ে ৷ শুনি চমকিত সভে জিজ্ঞাসেন তারে । কাহার কুলাঙ্গন তুমি পরিচয় দেও মোরে। কহেন আমি কালিদাসের ব্রাহ্মণীর দাসী। শুনি ভয়ে পলাইল মনে বিস্ময় বাসি। এইরূপে মহারাজ করেন রাজত্ব। সভাতে বসিলেন গিয়া নবরত্ন-যুক্ত। হেন কালে নর্তক-নর্তকী দুই জনে। আপনাদের পরিচয় জানায় রাজনে । অদ্য রাত্রেতে মোরা শুনাইব গান। রাজা কহেন কিবা তোমরা লইবে ফুরান ৷ ফুরান মোরা নাহি চাহি খুশী করি লব । এত বলি গান করে অতি অসম্ভব। গান শুনি সব লোক হরষিত হৈল। সমস্ত রজনী গেল কিছু নাহি পাইল৷ নর্তকী ঘনমুখী তাল ভঙ্গ করে। তাহা দেখি নৰ্ত্তক কহিছে তাহারে। হে কান্তে সৰ্ব্ব রাত্রি গত অল্প আছে। চিত্ত সমাধানে গাহ অখ্যাতি রাখ মিছে। কর সব সজ্জনের মনের রঞ্জন । প্রাতে মহারাজা অবশু দিবেন ধন ৷ রাজপুত্ৰ শুনি মহা হরষিত হইল। বহুধন নর্তক-নর্তকীরে দিল ৷ শুনি রাজকন্ত গলার হার দিল তারে। পাত্রের পুত্র বহু ধন দিলেন সত্বরে ॥ কোটালের পুত্ৰ বাপের গালে মারে চড়। কোটাল পুত্রকে কোলে করি নাচএ সত্বর।