পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉○bペ বঙ্গ-সাহিত্য-পরিচয় । গোয়ালা-সহিত কত ভাসে গভী-পাল । হিম জল খায়্যা কত মরিল রাখাল ৷ ভাসিল চাষের ধান্ত মাথাইল লাঙ্গল। গন্ধবাণ্যার ভাসে গেল লবঙ্গ জায়ফল ৷ ছুতারের চিড়া গেল তামিলীর (১) লুন। তিলির ভাসিল তেল র্ত্যতীর বসন ৷ বাজনারের বাজনা গেল সোঙরিয়া কাণ । ডোমের চুপড়ি গেল মৎস্তের দোকান। কুমারের চাক গেল রজকের পাট । মোদকের দোকান গেল কয়ালের কাট ৷ কায়স্থের কাগজ গেল দৈবজ্ঞের পাজি । মিঞা সাহেবের ভেসে গেল পুরাতন কাজি। মুচির চামড়া গেল বারুইএর পাণ। বাগদীর খালুই গেল মালীর বাগান ৷ শিরে করাঘাত মারি কান্দয়ে কামার । দোকান ভাসিয়া গেল কি হবে আমার ॥ বাইতির মৃদঙ্গ গেল বৈষ্ণবের মালা। অক্ষটার (২) ভাস্তা গেল হাতের সাতলা ॥ জল দেখিয়া সভে করে হুড়াহুড়ি। চরকা বুকে দিয়া কত ভাস্তা গেল রাড়ী। আছিল ছত্রিশ সেনা দামোদরের কুলে। যার যত দ্রব্য ছিল ভাস্তা গেল জলে ৷ মনেতে ভাবিয়া দেখ শ্ৰীধৰ্ম্মঠাকুর। সমুদ্র কামাতে গেল নাপিতের ক্ষুর ॥ রচিল ছাওয়াল গাএন ধৰ্ম্মের চরণে । লোক-মুখে শুনি ভাই না দেখি নয়ানে। (১) তাম্বুলীর । (২) শিকারীর ।