পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ—সারদ-মঙ্গল—১৭শ শতাব্দী। বিভা-রাত্রে নিষেধ নারীকে অন্ন খাইতে । শুভ ক্ষণে দেখা বাছা হৈল তোর সাথে ॥ সেই পাপে প্ৰভু মোরে দিল বন-বাস। নগরে মাগিয়া ভিক্ষা বাচি বার মাস ॥ আজি হৈতে ধৰ্ম্ম-পুত্র আমার নন্দন। বাজারে বেচিয়া কাষ্ঠ করিব পালন ॥ সেই হৈতে আছে শিশু সারদার ঘরে । মায়ায় মোহিত মাকে চিনিতে না পারে ॥ কাষ্ঠ ভাঙ্গ্যা আনে বনে বেচেন সরস্বতী। এই মতে কত দিন করিল বসতি ॥ আর এক দিন বুড়ি বাজারেতে গেল। ভারতীর ভাগবত খুঙ্গ পড়া ছিল । কুঙর দেখিয়া বড় কোপে কম্পবান। সমুদ্রে ফেলিয়া দিল সহস্র পুরাণ ॥ যার তরে বনবাসী জনমের মত। জলেতে ফেলিয়া শিশু জলে উঠে কত ॥ দেবগণ দেখি বড় হৈল চমৎকার। নারদে পাঠায়্যা দিল করিয়া বিচার ॥ রাধা-কৃষ্ণ দুটি নাম নষ্ট হৈল জলে। নারদ ভৎসনা করি ভারতীরে বলে ॥ শুনিয়া মুনির কথা কোকিল-বাহিনী। সমুদ্রে ডুবিয়া আনে শাস্ত্র-পুথিখানি ॥ দেবতার পুথিখানি পালিতে কিঙ্করে। প্রসাদ ভজেন কৃষ্ণ অগ্নির মন্দিরে ॥ সারদা-চরিত্র-কথা রচে দয়ারাম । বসবাস কাশযোড়া কিশোরচক গ্রাম ॥ পানীতে তুলিয়া শাস্ত্র খুগ্ৰী পুথি মহামন্ত্র বিরস বিষ্ণুর ঘরণী । নারায়ণী লক্ষ্মীধরে প্রহারেন বন্দী করে করিলেন কোকিল-বাহিনী ॥ কুঙর বলেন তথা কেনে মীর ধৰ্ম্ম-মাতা কোন দোষে কর তিরস্কার। শাস্ত্র জলে নিক্ষেপ। - - - - - শাস্ত্রের উদ্ধার।