পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8》文 বঙ্গ-সাহিত্য-পরিচয় । ক দিন এসেছ তুমি কিছুই ন জানি আমি মনেতে পাইকু বড় দুঃখ । তোমারে যোগান দুগ্ধ না দিয়ে হয়েছি মুগ্ধ দুগ্ধ বিনা ভোজনে কি সুখ ॥ যে কমু হয়্যাছে চুক দেখাইতে নারি মুখ নিত্য নিত্য দুগ্ধ দিব এনে । এই গুজরাট-পুরে এসে যত সদাগরে সভাই আমারে ভাল জানে ॥ যার যেবা মনোনীত আমা হৈতে হয় হিত নাম মোর গোপী গোয়ালিনী। । রচিএ ত্রিপদী-ছন্দ চন্দ্রকান্তে লাগে ধন্ধ গৌরীকান্ত বলে একি শুনি ॥ গোয়ালিনীর রূপ-বর্ণনা । গোপীর সৌন্দৰ্য্য কত কহিব বিস্তারি। কিঞ্চিৎ বর্ণনা করি সাধ্য অনুসারী ॥ অৰ্দ্ধেক বএস মাগী যুবতীর প্রায়। কপালে চন্দন-বিন্দু তিলক নাসায় ॥ সুগন্ধি-তৈলে করে চিকুর-বন্ধন । খোপার চাপার ফুল অতি সুশোভন ॥ কাণে পাশা মৃদু ভাষা সহস্তে বদন। নয়নে কজ্জল-রেখা দশনে মঞ্জন ৷ শুভ্র বস্ত্র পরিধান গলে পাকা মালা । পরাণ কাড়িয়া লয় কথার কৌশল । হাব-ভাব কটাক্ষেতে যুবতী নিন্দিয়া । যৌবনে কেমন ছিল না পাই ভাবিয়া ॥