পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবীসিংহের উৎপীড়ন। এই কবিতা-রচক রতিরাম রঙ্গপুর জেলায় প্রাচীন ইটাকুমারী গ্রামে অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে জন্মগ্রহণ করেন। ইনি ‘রাজবংশীয় ছিলেন। পূর্ব দিকেতে ব্ৰহ্মপুত্রের মেলানি। পশ্চিমে কুশাই গঙ্গা আছয়ে ছড়ানি। উত্তরেতে গিরিরাজ দক্ষিণে বাঙ্গলা । যে দেশে কিরিপ (১) করে কামাখ্যা মঙ্গলা ॥ করতোয় শিবের বিভার হস্ত-জল। মধ্য দিয়া বয়া যায় করি টলটল । করতোয়ার তীরে আছে শলাদেবীর ঘাট । পরশুরামের আছে সেখানেতে পাঠ ৷ কবির নিবাস ভূমির পৌষমাসে হয় যদি নারায়ণী যোগ। পরিচয় । শতেক যোজন হৈতে আইসে কত লোক ৷ এই সীমার মাঝে দেশ পোণ-দুয়ার থিতি (২) । এ দেশে আমাদের জাতির বসতি ॥ হায়রে রাজার বংশে লভিয়া জনম । পরশুরামের ভয় এ বড় সরম। রণে ভঙ্গ দিয়া মোরা এদেশে আইসছি। ভঙ্গ-ক্ষত্রী রাজবংশী এই নামে আছি ॥ ব্রাহ্মণেৱে দেখি যেন দেবতার মত। ব্রাহ্মণেতে নারায়ণে নাহি কিছু ভেদ ॥ এই দেশে ঘোড়াঘাট রঙ্গপুর জেলা। যে জেলা করিছে বঙ্গদেশের উজলা । এ জেলার শেষ রাজা রাজা নীলাম্বর । রাঞ্জ নীলাশ্বর, রাজা ভোট চীন ব্রহ্ম আদি যারে দিল কর । নরনারায়ণ, ও রাজা যার তলোয়ারে প্রাণ দিয়াছিল গাজি। পরীক্ষিৎ । যার ভয়ে পলাইল কত কত কাজি ৷ (১) কিরিপা= কৃপা। (২) পোণ-জুয়ার = পুণ্যতোয়ার। থিতি = স্থিতি ।