পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪২৮ আলাপ । বঙ্গ-সাহিত্য-পরিচয় । কখন হিয়ার পর ধরে দুইখানি কর কখন চাপিয়া লয় কোলে । অঙ্গের বসনখানি ধরিয়া ধরিয়া টানি কখন বিয়াত (১) করে চুলে। হৃদয়ে বাড়ে কাম-জ্বালা গদগদ হইল বালা উষাবতী না হৈল চেতন । চিত্ররেখা সখী বলে পড়িয়াছে নিদ্রা ভোরে শোক-চিন্তা তোমার কারণ ॥ শুনিয়া সর্থীর বাণী চুম্বিল বয়ানখানি দ্বিগুণ বাড়িল কাম-বাণ । পসারিয়া দুই বাহু যেন চন্দ্রে ধরে রাহু উৰাবতী মেলিল নয়ন ॥ সচকিত কম্পবান প্রথর করে প্রাণ যেন চমকিয়া উঠিল জীবন। চিত্ররেখা সর্থী কয় স্থির হও চর নয় দেখ দেখি এহি কোন জন ৷ সর্থীর বচনে সুখ বসনে ঢাকিয়া মুখ তাড়-চক্ষে দেখয়ে বদন । নয়নে নয়ানে মেলা বাড়িল নদন-জ্বালা বিরচিল শ্রীমৈত্র জীবন। অনিরুদ্ধ-বদন দেখিয়া বিনোদিনী । কপট করিয়া উষা বলিয়াছে বাণী ॥ কে তুমি কোথায় থাক কেন আইলে এথা। পিতায় শুনিলে তোমার কাটিবেন মাথা ॥ কাহার কুমার তুমি পরিচয় দেহ। বিলম্বে ত কাৰ্য্য নাহি এথা হৈতে যাহ ॥ ভালত টাঙ্গাতি (২) বটে একি পরমাদ। হরিতে পরের নারী করিয়াছ সাধ । দাসীগণ দিয়া আজি করিব দুৰ্গতি। এথা হৈতে যাহ চোর বলিলাম সম্প্রতি ৷ (১) বিয়াত = বিদ্যাস । (২) টাঙ্গাতি =চঙ্গ = রকম ।