পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>898 বঙ্গ-সাহিত্য-পরিচয় । এই দেখ পাড়াখানি নর নারী কি। উড়িয়ে দিতে পেলে পরে করে নাই কেউ বাকী ৷ আমি আটে কাটে দঢ় বড় সত্য মেয়ে যেই। সোয়ামীর বুকে বসে ঘর করিছি তেই। এত বলে গোটা দুই তিন দাবিড়ি দিল কসে । হতভামা হয়ে নিধিরাম রইল বসে। গাল-ভরা পাণ দোকত চিবুতে চিবুতে। ঘটকের কাছে মাগী বসিল পীড়ি পেতে ॥ পণ গহনার কথা কয় দিয়ে হাত নাড়া । যেমন খাঞ্জা খাএর মতন মাগী মগজ করে টেড় ॥ তিন শত টাকার মেয়ে আমার ঘটক ঠাকুর গুন। কন জন সিসিক্কে খারা (১) চোঁদ বুড়ি গুণ৷ বাবুদ শাবুদ শেষের বেলা করিব লেখা যোখা। আজে মৌজে আন গিয়া চৌদ্ধ বুড়ি টাকা। অলঙ্কারের কথা কমু শুন মন দিএ। এমনি করে বরের মাকে বলিতে চাও গিএ ॥ তার গহনা তার সাড়ী আমায় পেলে কি । মনের সাধে দেখিব আমি পরিবে আমার বী। পাড়াপড়শী দেখে যেন করিবে খোষনামি। যার আক তার গুড় উপলক্ষ আমি ৷ বাছার যেমন খোপা তেমন ঝাপা কপালেতে সীথি । পাকা সোণ বিটল করা ঝলক দিবে অতি ॥ উপর কাণে পিপুল-পাত নাম বুক্ক ঢেড়ি। ডান করে বাজুবন্দ সোণ-বাধীন চুড়ি ৷ তার দোহারা চাপ-কাণ হবে দুই নলিতে নলি। হয়ত পদক নয়ত তোফা কামরাঙ্গা-মাজুলি ৷ ডান নাকেতে বেসর হবে নথ বাম নাকে । টকের (২) বকুল ফুল যেন নোলক দিয়া থাকে। সোণ গহনার কথা কি কহিব আর । বাছার যেমন দেহ তেমনি চন্দ্রহার। বাছার রূপের কথা কি দিব উপমা । আঁধার ঘর আলো করে যেমন কাঞ্চন-প্রতিমা ৷ (১) খারা=ঠিক। (২) সীথিপাটির মাঝের ঝুলান অংশ।