পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

〉8○bー বঙ্গ-সাহিত্য-পরিচয় । ভোগের সুযোগ আর তো ধরি নে। যোগের সুযোগ আর তো করি নে। আসার আশায় আর তো মরি নে। চরাচরে আমি আর তো চরি নে। আমি ছাড়ি আমি তাই কর তুমি। যা হয় সুবিচার হে ॥ আর কি হে আমি এ আমি রব । আর কি করিব এ আমি রব ॥ আর কি তোমারে আমি হে কব । একেবারে নাথ শেষ করে সব ॥ মুখে আমি ভব তব নাম লব। সুখে হব ভব পার হে ॥ রাস্তার গান ৷ দিন দুপুরে চাঁদ উঠেছে রাৎ পোয়ানো ভার। হোলো পুল্লিমেতে অমাবস্তা তের পহর অন্ধকার । এসে বেন্দাবনে বলে গেল বামী বষ্টমী । একাদশীর দিনে হবে জন্ম-অষ্টমী ॥ আর ভাদর মাসের সাতুই পোষে চড়ক পূজার দিন এবার। সেই ময়রা মাগী মরে গেল মেরে বুকে শূল । বামুনগুলোওশুচ নিয়ে মাথায় বোচ্চে চুল। কাল বিষ্টি-জলে ছিষ্ট ভেসে পুড়ে হলো ছারেখার ॥ এই স্থয্যি মামা পূৰ্ব্বদিগে অস্তে চলে যায়। উত্তর দখিন কোণ থেকে আজ বাতাস লাগছে গায়। সেই রাজার বাড়ীর টাটু ঘোড়া শিং উঠেছে দুটো তার। ঐ কলু রামী ধোপা শামী হাস্তেছে কেমন । এক বাপের পেটেতে এর জন্মেছে ক জন । কাল কামরূপেতে কাক মরেছে কাশীধামে হাহাকার ॥ ইংরাজী-শিক্ষার ফল । খেয়ে খানা পড়ে খানা কত খান কারখানা । বাড়ীতে থানার খোলা দিবে নিশি জ্বলেছে।