পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৪৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88ు বঙ্গ-সাহিত্য-পরিচয় । রেবতী-রমণ কিম্বা হবে বৃষকেতু। কিংবা নারায়ণ নিজে রাম রন্তা-হেতু ॥ কেমন পণ্ডিত বাপা জানা কিন্তু চাই । রাজা বোলে কাট চোরে মশানে বাঘাই ॥ আখি-ঠারে আর বার করে নিবারণ। মিছামিছি করে কত তর্জন গর্জন ॥ পৰ্ব্বতজা-পাদপদ্ম মানসে প্রণাম । হাসি হাসি সুধা-ভাষা কহে গুণধাম (১) ॥ কাট রাজা তিলাৰ্দ্ধ না করি মৃত্যু-ভয় । গোটা কত কথা কহি গুন মহাশয় ॥ রামপ্রসাদ-কৃত কালী-কীৰ্ত্তন । পাৰ্ব্বতীর বাল্যলীলা । গিরিবর আর আমি পারিন হে প্রবোধ দিতে উমারে। উমা কেঁদে করে অভিমান নাহি করে স্তন-পান নাহি খায় ক্ষীর ননী সরে ॥ অতি অবশেষ নিশি গগনে উদয় শশী বলে উমা ধরে দে উহারে । আমি পারিন হে প্রবোধ দিতে উমারে 豪 豪 豪 臺 কঁগদিয়ে ফুলালে আখি মলিন ও মুখ দেখি মায়ে ইহা সহিতে কি পারে। আয় আয় মা মা বলি ধরিয়ে কর-অঙ্গুলি যেতে চায় না জানি কোথারে। আমি কহিলাম তীয় চাদ কি রে ধরা যায় ভূষণ ফেলিয়া মোরে মারে। উঠে বসে গিরিবর করি বহু সমাদর (8) গৌরীরে লইয়া কোলে করে ॥ (১) সুন্দর। (২) সমাদর = আদর = সোহাগ।