পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—ভারতচন্দ্র—১৭১২-১৭৬০ খৃঃ । S88& রাণী ভাসে প্রেম-জলে দ্রুতগতি চলে খসিল কুন্তল-ভাৱ । নিকটে দেখে যারে সুধাইছে তারে গৌরী কত দূরে আর গো ॥ যেতে যেতে পথ উপনীত রথ নিরর্থি বদন উমার। বলে মা এলে মা এলে মা কি মা ভুলে ছিলে মা বলে এ কি কথা মার গো ॥ রথ হতে নামিয়া শঙ্করী মায়েরে প্রণাম করি সাত্বনা করে বার বার। দাস শ্ৰীকবিরঞ্জনে সকরুণে ভণে এমন শুভ দিন আর কার গো ॥ o ভারতচন্দ্রের অন্নদা-মঙ্গল । ভারতচন্দ্র-সম্বন্ধে বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৫৮e-৬০৭ পৃষ্ঠায় দ্রষ্টব্য ) ভারতচন্দ্রের জন্ম ১৭১২ ও মৃত্যু ১৭৬০ খৃষ্টাব্দে। দক্ষ-যজ্ঞে শিব । (ভুজঙ্গপ্রয়াত ছন্দ । ) মহারুদ্র-রূপে মহাদেব সাজে। ভভস্তম্ভভস্তম্ শিঙ্গা ঘোর বাজে ॥ লটাপট জটাজুটু-সংঘট গঙ্গা। ছলচ্ছল টলট্টল কলঙ্কল তরঙ্গ ॥ (১) ফণাফণ ফণাফণ, ফণী ফৰ্ম গজে। (২) দিনেশ-প্রতাপে নিশা-নাথ সাজে ॥ ধকধক্ ধকধবকৃ জলে বহি ভালে। ববম্বম্ববম্বম্ মহাশব্দ গালে ৷ দলম্মল দলম্মল গলে মুণ্ড-মালা। কটকটু সদ্যোমরা হস্তি-ছাল ॥ (১) ছলচ্ছল—প্রবাহ-ব্যঞ্জক ; টলট্টল—জলের নিৰ্ম্মলতা-ব্যঞ্জক ; কলঙ্কল-জলের নিক্কণ-ব্যঞ্জক । (২) গাজে =গর্জন করে। >しぺ