পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>8Qや বঙ্গ-সাহিত্য-পরিচয় । পিত যার পরাশর । শুকদেব-বংশধর জননী যাহার সত্যবতী ॥ দাড়াইলে জটা-ভার । চরণে লুটায় তার কক্ষ-লোমে আচ্ছাদয়ে হাটু। - পাকা গোপ পাকা দাড়ি পাএ পড়ে দিলে ছাড়ি চলনে কতেক আঁটু বাটু ॥ কপালে চড়ক ফোট গলে উপবীত মোট বাহু-মূলে শঙ্খ-চক্র-রেখা। সৰ্ব্বাঙ্গে শোভিত ছাব কলি-মৃগ বাঘ-থাবা (১) সারি সারি হরিনাম লেখা ॥ তুলসীর কষ্ট গলে লম্বি মালা করতলে হাতে কাণে থরে থরে মালা। কোশাকুশী কুশাসন কক্ষতলে সুশোভন তাহে কৃষ্ণসার-মৃগ-ছাল ॥ কটিতটে ডোর ধরি তাহাতে কৌপীন পরি বহিৰ্ব্বাসে করি আচ্ছাদন। কমণ্ডলু তুম্বীফল করঙ্গ-পিবারে জল হাতে আশা (২) হিঙ্গুল-বরণ ॥ এই বেশে শিষ্যগণ সঙ্গে ফিরে অনুক্ষণ পাজি পুথি বোঝা বোঝা লয়ে। নিগম-আগম-মত পুরাণ সংহিত যত তর্কাতর্কি নানা মত কয়ে ॥ কে কোথা কি করে দান কে কোথা কি করে ধ্যান পূজা করে কেবা কিবা দিয়া। কে কোথা কি মন্ত্র লয় কোথা কোন্‌ যজ্ঞ হয় আগে ভাগে উত্তরেন গিয়া । (৩) (১) অঙ্গে কৃষ্ণ-নামের ছাপসমুহ কলিক্কপ মৃগের পক্ষে বাঘ-থাবাস্বরূপ । (২) আশা=যষ্ঠি । (৩) যে যেখানে কোন ধৰ্ম্মোৎসব করে, সেইখানেই যাইয়া সৰ্ব্বাগ্রে উপনীত হন।