পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ა8ჯ8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । উগ্রসেনে রাজ্য দিয়া পড়িলা অবন্তী গিয়া দ্বারকা-বিহার নানা মতে । অপার এ পারাবার কতেক কহিব তার বিখ্যাত ভারত-ভাগবতে ॥ এইরূপে বেদব্যাস কয়ে হরিগুণ । উৰ্দ্ধভুজে কহেন সকল লোক শুন । সত্য সত্য এই সত্য কহি সত্য করি। সৰ্ব্ব শাস্ত্রে বেদ সার সৰ্ব্ব দেবে হরি ॥ হর আদি আর যত ভোগের গোসাঞি । মোক্ষদাতা হরি বিনা আর কেহ নাই ৷ ব্যাসের শাস্তি । এই বাক্যে ব্যাস যদি নিন্দিলা শঙ্করে। শিবের হইল ক্রোধ নন্দী আগুসরে (১)। ক্ৰোধ-দৃষ্টে নন্দী যেই ব্যাসেরে চাহিল। ভুজস্তম্ভ কণ্ঠরোধ ব্যাসের হইল ॥ চিত্রের পুত্তলী প্রায় রহিলেন ব্যাস। শৈবগণে কত মত করে উপহাস ॥ চারিদিকে শিষ্যগণ কাদিয়া বেড়ায়। কোন মতে উদ্ধারের উপায় না পায় ॥ ইহার পরে শিবের প্রসাদে ব্যাসের শরীর ব্যাধি-মুক্ত হয়। তখন ব্যাস গোড়া শৈব হইয়া পড়েন। এই ঘটনা ভারতচন্দ্র বিশেষ ভাবে বর্ণনা করিয়াছেন। হরি-হরে ভেদ-জ্ঞান। এইরূপে বেদব্যাস রহিলা কাশীতে । নন্দীরে কহেন শিব হাসিতে হাসিতে ॥ দেখ দেখ ওহে নন্দী ব্যাসের দুৰ্দৈব। ছিল গোড়া বৈষ্ণব হইল গোড়া শৈব ॥ যবে ছিল বিষ্ণু-ভক্ত মোরে না মানিল । যদি হৈল মোর ভক্ত বিষ্ণুরে ছাড়িল । (১) আগুসারে = অগ্রসর হইল।