পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›8ዒ © বঙ্গ-সাহিত্য-পরিচয় । বিদ্যা খোলে কোটা কল ছুটিল। শর হেন ফুলশর ফুটিল। শিহরিল ধনী দেখিয়া কল । শ্লোক পড়ি আরো হৈল বিকল । ডগমগ তনু রসের ভরে । ভারত হীরারে জিজ্ঞাসা করে। স্থলদর ধরা পড়াতে বিদ্যার এবং অপরাপর সকলের আক্ষেপ । প্রভাত হইল বিভােবরী বিদ্যারে কহিল সহচরী সুন্দর পড়েছে ধরা শুনি বিদ্যা পড়ে ধরা সর্থী তোলে ধরাধরি করি । কাদে বিদ্যা আকুল কুন্তলে ধরা তিতে নয়নের জলে কপালে কঙ্কণ হানে অধীর রুধির-বাণে কি হৈল কি হৈল ঘন বলে ৷ হায়রে বিধাতা নিদারুণ কোন দোষে হইলি বিগুণ আগে দিয়া নানা দুঃখ মধ্যে দিন কত সুখ শেষে দুঃখ বাড়ালি দ্বিগুণ ॥ রমণীর রমণ-পরাণ তাহা বিনা কেবা আছে আন সে পরাণ ছাড়া হয়ে যে রহে পরাণ লয়ে ধিক্ ধিক্ তাহার পরাণ ॥ হায় হায় কি কব বিধিরে সম্পদ ঘটায় ধীরে ধীরে শিরোমণি মস্তকের মণিহার হৃদয়ের দিয়া লয় সুখের নিধিরে। কাদে বিদ্যা বিনিয়া বিনিয়া শ্বাস বহে অনল জিনিয়া ইহা কব কার কাছে এখনও পরাণ আছে বঁধুয়ার বন্ধন শুনিয়া। প্রভু মোর গুণের সাগর রসময় রূপের নাগর নৃত্য-গীত-বস্তের আকর।