পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৮১ ইহাতে মুসার যত অগোচর কি। দ্রব্যজগত বিক্রীর নির্ভরে সবে জী ॥ মণিময় এক হার এক তলোয়ার। পাঠাইলে মোরে অদ্য বেচিতে বাজার ॥ তাহাতে প্রথমত দেখা অতি স্থপ্রভাতে। মনে যদি লয় তবে দেখুন সাক্ষাতে ॥ মনঃপূত দ্রব্য হইলে রাখান সরকারে । নহে ফিরাবেন কি দোষ আহারে ব্যভারে। (১) বস্তু উপযুক্ত হয় এমত সংসারের। মূল্য হওয়ারা (২) পাবো কায দলালের ॥ শুনি সদাগর হাসি হাত পসারিল (৩)। হলাহলময় হার হাতে হাতে দিল ॥ কাঠি (৪) হতে খুলিয়া তলোয়ার রাখে কাছে। যে তলোয়ারের ছটা জহরেতে ডুব্যে আছে। দেখি মাত্র ধনপতি হইল বিস্ময়। এমত অপূৰ্ব্ব দ্রব্য ভাগ্যেতে ঘটয় ॥ না দেখি এমত আর আমার বয়সে । কোন ভাগ্যে জানি মিলিল অনায়াসে ॥ চোরকেই ইসারা কৈল আসিতে অন্দরে। ধনীরামে কহিল কপাট দেও দ্বারে ॥ করিলে জিজ্ঞাসা চোরে কি নাম তোমার। কহিলেক সত্যরাম নাম অভাগার ॥ পুছিলেক কিবা মূল্য হইবে ইহার। বলিল পছন্দ নাকি পড়িল এ হার ॥ কহিল পছন্দ হৈল মূল্য যদি বলে। বলিব বনিব সেই যেইরূপে বলে ॥ (১) আহারে কোন দোষ নাই, সেইরূপ লোকের সঙ্গে ব্যবহার করিলেও দোষ নাই, অর্থাৎ দর-দস্তুর করিতে বাধা কি ? (২) প্রতি । (৩) পসারিল=প্রসারিত করিল। (৪) কাঠি=কোষ। >bペク