পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৮৯ কোন দেশে বসে আর কি নাম ইহার। কিরূপে আমার পুরে চুরি কৈল হার ॥ আছে কোন দানাদূত ইহার সহায় । লুকাঞ্জন (১) ভূচরী কি গুটিকা দ্বারায়। (২) সে সকলে আসি এবে সহায় হইয়া । রাখুক আমার হাতে অদ্য বঁাচাইয়া ॥ ধরি দিবে তোরে যবে আমার আজ্ঞায় । কি করিবে দানাদুতে অঞ্জনে গুটিকায়। তাল বেতাল আসে যদি সহায় হৈয়া। তবু তাতে মোর হাতে না যাবে বাচিয়া ॥ প্রণাম করিয়া আরজবেগী পুছে চোরে। নৃপতি আজ্ঞায় কথা ডাকি বারে বারে ॥ ধনপতি বলে মোরা চুরি করি নাই। ভাল মন্দ দোষ গুণ জানেন গোসাঞি ॥ সাচা করি লও প্রভু হরি নাই হার । নহে কর যাহা চাহ ধৰ্ম্ম-অবতার ॥ আঁখি-কোণে চোরে ঘনে নিরখয়ে রায় । দেখে মহাজনী ঠাট গঠনে বুঝায়। (৩) রূপেতে শ্ৰীমন্ত যাহা না সম্ভবে চোরে। দীর্ঘ বাহু দীর্ঘ নাসা পীনস্কন্ধ উরে ॥ সিধা সাদা কথা অতি তুন্দিল (৪) উদর। উন্নত ললাট দেখি রাজার নজর ॥ মূল দয়াময় ভক্ত প্রাণে না মারিবে। সেই হেতু কিছু কাল হাপসে রাখিবে। ভাবিল মনেতে ইথে থাকিবে বিষয়। দেখিতে এ লোকত চোরের মত নয় ॥ আজ্ঞা কৈল কোটালের পানেতে তর্জিয়া । রাথ নিয়া বাপ তোর হাপসে ফেলিয়া ॥ পরিচয় জিজ্ঞাস । লক্ষণ চোরের মত নয় । (১) লুকাঞ্জন=গুপ্ত অঞ্জন ; যাহা চক্ষে পরিলে অদৃশু জিনিষ দেখা যায় । (২) গুটি চালাইয়া যাহূ করার প্রথা এখনও কোন কোন স্থানে প্রচলিত আছে। (৩) মহৎ ব্যক্তির ন্তায় ভঙ্গী আকৃতিতে झूठे श्ब्र । (৪) তুন্দিল=ীত। ף לכי