পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—জয়নারায়ণ সেন–জন্ম ১৮শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ১৪৯১ ডাকিয়া কহিয়া দিল শক্ত নিঘাবানে (১)। সাবধান দিবা নিশি রাখিবা নয়নে ॥ নাইয়া (২) আদি যত লোক রাখিল আটকে। নারায়ণ সাধুকে ফেলিলে চক্ঠকৃে। কোপে অকরুণ-মন হৈলা নারায়ণ । সিংহলে রহিল সাধু নিগড়-বন্ধন ॥ চাদর যে দশা না পূজিয়া পদ্মাবতী। অজ্ঞানে সাধুকে তাহা কৈলা রমাপতি ॥ সাধুর গৃহে তাহার স্ত্রী স্থনেত্রীর দুর্দশা । গত হৈল বহুকাল এই কঠোরেতে। ধন্ত দেব অবতীর্ণ সাধুর পুরেতে ॥ আয়-শূন্ত ব্যয়-সার এই কুলক্ষণে । হাহাকার রব হৈল সাধুর ভবনে ॥ প্রভুর হৈল কোপ কে রাখিতে পারে। দাস দাসী যত ছিল গেল দেশান্তরে ॥ অগ্নিদেব কৈলা লোভ সমুদায় পুরী। সাধুত্র রমণী হৈলা কড়ার ভিখারী। কি হৈলো কি করিবে ভাবে মনে মনে । নল-হীনা দময়ন্তী যেমন বিপিনে ॥ নিরন্তর নয়নেতে শোক-ধারা কত । রাজরাণী-তুল্য হৈয়া কপালেতে এত ॥ তৈল বিনা শুষ্ক শির জটা কেশভার । মলিন এখনি সেই শরীর সোণার ॥ তবু রূপে নিন্দ করে বিদ্যুৎ-গরিমা। ধুলে ধূসরিত যেন কাঞ্চন-প্রতিমা ॥ এই রূপে নানা কষ্ট পাইয়া দুজনে। ভিক্ষায় উদয় পুষি রহিছে জীবনে ॥ অবিরত কন্দে রামা বিষাদ অন্তরে । হায়রে নিষ্ঠুর নাথ সপি গেলা করে। (১) নিঘাবান=প্রহরী। (২) নাইয়া=নৌকা-বাহক ( নেয়ে )।