পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>(ro ど বঙ্গ-সাহিত্য-পরিচয় । কে পারে করিতে স্তুতি তোমার মহিমা গণি । বিরিঞ্চি বাসব আদি ভ্ৰমে তত্ত্ব নাহি জানি ॥ নাচি করতালি দিয়া আখি মুদি করে স্তুতি। গদগদ বাক্যে ডাকে প্রণমিয়া গড়ি ক্ষিতি ॥ পূজা-অবসানে সাধু জামাতা সহিতে করি। পুনঃ পুনঃ ভূমে গড়ে গত দুঃখ স্মরি স্মরি। সগোষ্ঠী বান্ধব-সহ পাইয়া প্রসাদ মুখে। হরিষে বিষাদ করি উঠে জনমের দুঃখে ॥ সুবর্ণ দক্ষিণ পুরোহিতে দিয়া ধনপতি। সবে প্ৰণমিয়া কৈল আনন্দ পুরেতে গতি ॥ মধুর কমল-পদে স্থপঞ্চ চামরে ছান্ধে। ভণে নারায়ণে ভাবি নারায়ণ-নখ-চান্দে ॥ চন্দ্রভান ও স্থনেত্রী । মহানন্দে ধনপতি আইলা পুরেতে। করে মুখে হরি হরি জপিতে বলিতে ॥ (১) পুরবাসী আসি বহু করিল মঙ্গল। প্রণাম করিয়া নারী আলাপে কুশল ॥ চিরদিনে দেখা-লেখা আনন্দের কত । জামাতা-সহিতে নারী কন্যা পুলকিত ॥ কহিছে দয়িতে দুঃখ দয়িত নারীতে। আলাপ বিলাপ কত করিছে দুহেতে ॥ বিদেশের বিদশার বিশেষ শুনিয়া । ধনী বুকে কর হানে অঙ্গ শিহরিয়া ॥ তিতিল বসন হার হর্ষানন্দে জলে। কবি কহে হের দিনমণি অস্তে চলে ॥ সুগন্ধী কুসুমরাজি করি আস্তরণ । দুগ্ধ-ফেনা জিনি শয্যা করিল রচন ॥ গজ-দন্ত-নিৰ্ম্মিত পালঙ্গ পরে রাখি। হাতে শ্বেত চামর দাড়াইয়া কত সখী ॥ (১) করে হরিনাম জপিয়া ও মুখে সেই নাম বলিতে বলিতে।