পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কৃষ্ণচন্দ্রীয় যুগ—কাশী-বর্ণনা—১৮০০ খৃষ্টাব্দ । >Qミ> তার পরে কনকে কাহারু । কারু চুনি পান্না নীলা হীরকে মুচারু ॥ তাহাতে তেথরি (১) মুক্ত করে ঝলমল। ঘনপুঞ্জ-সহ যেন চপলা চঞ্চল । কি উপমা দিব যেই পিঠে দোলে বেণী । অখণ্ড কদলী-দলে বিহরে নাগিনী ॥ জরী বারাণসী সাড়ী কেহ বা শোষণী । নারাঞ্জি (২) গোলাবী সোহ কেহ আসমানী ॥ গোললো রজমরঙ্গ বসন্তী চুনরী। কাকরেজ বাইগুণী জরির কিনারী ॥ কিৰ্ম্মিজী রেশমী কেহ পীতাম্বর পরে । পিস্তাই কমলপত্রী কত রঙ্গ ধরে ॥ মট্রাদার সাড়া কেহ করে পরিধান । সোণালী রূপালী কারু বছমা বাথান ॥ বারাণসী জরির উড়ানী তার পর । কালাবতু-বাদলা-নিৰ্ম্মিত মনোহর । ডুরিয়া দোদামী জামদানী অঙ্গে কারু। গোটাদার ঝম্পান কপরম্বুল চারু ॥ এই মত যতেক যুবতী করি বেশ । নগর-ভ্রমণে করে গমন বিশেষ ॥ পাচ সাত সার্থী মিলি হইয়া একত্র । কোন ছলে কুতূহলে চলে बद्ध তত্ৰ | চরণীভরণ-রবে চিত চমকিত। দেব-কদ্যাগণ যেন কৈলাসে শোভিত ॥ বিশ্বেশ্বর-পাদ-পদ্ম ভাবি অনুক্ষণ । ছন্দোবন্ধে ভণে দ্বিজ জয়নারায়ণ ॥ (১) তেথরি=তিন থর (স্তর)-যুক্ত = তিন লহরী। (২) রেশমী বস্ত্রবিশেষ, পশ্চিমাঞ্চলে নরুণসি নামে খ্যাত। సె')