পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত–রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খৃঃ । >Q、な ( 3 ) কেরে নিন্দিত-রামকদলী-তরু হেরি উরু দর দর রুধির ক্ষরে । যেন নীরদ হইতে নির্গত চপলে অতিরোষ-বলে ভুজঙ্গম দলে নাভিপদ্ম-মূলে ত্রিবলীর ছলে দংশিল এসে। কেরে উন্নত কুচ-কলি-মুখ-শতদলে অলি গুণ গুণ করিয়া বেড়ায়, যেন বিকশিতসিতাম্ভোজ বন রে, হায়, কিবা ওষ্ঠশোভ অতি লোল জিহবা হর-মনোলোভা যেন আসব আবেশে সুধা ভাসে ॥ কেরে কুন্তল-জাল-আবৃত মুখমণ্ডল লম্বিত চুম্বি ধরায় তাহে ভুরূ-ধনুৰ্ব্বাণ সন্ধান করা অৰ্দ্ধচন্দ্র ভালে সিঁর্থী মুহু দোলে (১) কি চকোর খেলে (২) কিবা অরুণ-কিরণে গজমতি হাসে । কত দুন্ধবা দুন্ধবী নাচিছে ভৈরবী হিহি হিহি করিছে যোগিনী কত কটোরা ভরিয়া সুধা যোগায় অমনি রামপ্রসাদ ভণে কায নাই রণে এ বামার সনে যার পদতলে শবচ্ছলে আশুতোষে । ( 8 ) শু্যামা বাম কে তনু দলিতাঞ্জন শারদ সুধাকর-মণ্ডল-বদনী (র ॥ কুন্তল বিগলিত শোণিত শোভিত তড়িত-জড়িত নবঘন বলকে । বিপরীত একি কায লাজ ছেড়েছে দূরে। ঐ রথ রখী গজ বাজী বয়ানে পূরে। মম (৩) দল প্রবল সকল হতবল চঞ্চল বিকল হৃদয় চমকে । (১) সির্থী মুহু দোলে=সির্থীর চুল মুহুমুহু ছলিতেছে। (২) চন্দ্রের পাশ্বে কি চকোর খেলিতেছে ? (৩) দৈত্যরাজের উক্তি।