পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত–রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খৃঃ । >Qミ" কুল-বালা বাহু-বলে প্রবল দনুজ দলে ধরাতলে হত-রিপুসমা । ভৈরব ভূত প্রমথগণ ঘন রবে রণজয়ী শ্ৰাম ॥ করে করে ধরে তাল ববম্ বম্ বাজে গাল ধা ধ। ই গুড় গুড় বাজিছে দামামা ॥ ভব-ভয়-ভঞ্জন-হেতু কবিরঞ্জন মুঞ্চতি করম (১) সুনাম ॥ তব গুণ শ্রবণে সতত মম মনে ঘোর ভবে পুনরপি গমন বিরাম ॥ ( ア ) আরে ঐ আইল কেরে ঘনবরণী । কেরে নবীন নগনা (২) লাজ-বিরহিত ভুবনমোহিত একি অনুচিত কুলের কামিনী ৷ কুঞ্জর-বর-গতি আসবে আবেশ লোলিত বসনা গলিত কেশ মুর নরে শঙ্কা করে হেরি ঐ সে হুঙ্কার-রবে রে দনুজ-দলনী ৷ কেরে নব-নীলকমল-কলিকাবলি অঙ্গুলি দংশন করিছে অলি মুখচন্দ্রে চকোরগণ অধর অর্পণ করত পূর্ণ শশধর বলি। ভ্রমর চকোরেতে লাগিল বিপদ এ কহে নীলকমল ও কহে চাদ (৩) দোহা দোহে করতহি নাদ চিচিকি গুনগুন করিয়ে ধ্বনি ॥ কেরে জঘন সুচারু কদলীতরু নিন্দিত রুধির অধীর রহিছে তদুদ্ধে কাট-বেড়া নর-কর-ছড়া (৪) কিঙ্কিণী-সহ শোভা করিছে ৷ করতল-স্থল নিরমল অতিশয় বামে অসি-মুণ্ড দক্ষিণে বরাভয় (১) মুঞ্চতি করম = কৰ্ম্ম পরিত্যাগ করিতেছে। (২) নগন=নগ্ন =উলঙ্গিনী। (৩) মুখমণ্ডলকে ভ্রমর নীল কমল মনে করিতেছে এবং চকোর চন্দ্র বলিয়া ভ্ৰম করিতেছে। (৪) মনুষ্যের ছিন্ন হস্তের সমাবেশে রচিত হার ।