পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত–রামপ্রসাদ–১৭১৮-১৮০৪ খৃঃ । >Q ○> আ মরি আ মরি সঙ্গিনী সকল ভাবে ঢলঢল হাসে খলখল টলটল ধরণী ॥ ভয়ঙ্কর কিবা ডাকিতেছে শিব শিব-উরে শিবা আপনি । প্রলয়কারিণী করে প্রমাদ পরিহর ভূপ বৃথা বিবাদ কহিছে প্রসাদ দেহ মা প্রসাদ প্রসাদ বিষাদনাশিনী ॥ ( ১৩ ) মরি ও রমণী কি রণ করে। রমণী সমর করে ধরা কাপে পদভরে রথ রথী সারথি তুরঙ্গ গরাসে। কলেবর মহাকাল মহাকালে শোভে ভাল দিনকর-কর ঢাকে চিকুর-পাশে ॥ আতঙ্গে মাতঙ্গ ধায় পতঙ্গে পতঙ্গ প্রায় মনে বাসি শশী খসি পড়ে তরাসে। নিরুপম ৰূপ-চ্ছটা ভেদ করে ব্ৰহ্ম-কটা । প্রবল দনুজ-ঘটা গেলে গরাসে ॥ ভৈরবী বাজায় গাল যোগিনী ধরিছে তাল মরি কিবা সুরসাল গান বিভাসে। নিকটে বিবুধ-বধু যতনে যোগায় মধু দোলায়ে বদন-বিধু মৃদু মৃদু হাসে ॥ সবার আশার আশা ঘুচায়েছে আশা-বাসা জীবনে নিরাশা ফিরে না যায় বাসে । ভণে রামপ্রসাদ সার নাম লয়ে শু্যামা মার আনন্দে বাজায়ে দামা চল কৈলাসে ॥ ( >8 ) মায়ের নাম লইতে অলস হইও না রসন যা হবার তাই হবে। হঃখ পেয়েছ ( আমার মন রে ) না (১) আরো পাবে। ঐহিকের মুখ হলো না বলে কি ঢেউ দেখে নাও ডুবাবে ॥ (১) না= না হয় ।