পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৫৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>○○b" বঙ্গ-সাহিত্য-পরিচয় । ( రిe ) ও কেরে মনোমোহিনী, ঐ মনোমোহিনী। ঢল ঢল ঢল তড়িৎ-ঘটা, মণি-মরকত-কান্তি-ছটা, একি চিত্ত ছলনা, দৈত্য-দলন ললনা নলিনী-বিড়ম্বিনী ॥ শশী-সূৰ্য্য-বহ্নি ত্রিনয়নী । শশিখণ্ড শিরসি মহেশ-উরসি হরের রূপসী একাকিনী ॥ ( రి) ) ওহে নূতন নেয়ে, ভাঙ্গা নৌকা চল বেয়ে। ছকুল রৈল দূর, ঘন ঘন হানিছে চিকুর ॥ কেমন কেমন করয়ে দেয়া (১), মাঝ যমুনায় ভাসে খেয়া ॥ শুন ওহে গুণনিধি নষ্ট হোক্‌ ছানা দধি কিন্তু মনে করি এই খেদ । কাণ্ডারী যাহার হরি যদি ডুবে সেই তরী মিছা তবে হইবে হে বেদ ॥ যমুনা গভীরা ভাঙ্গা তরী অবলা বালা কৃশোদরী প্রাণ-রক্ষার তুমি মাত্র মুল। অবসান হলো বেলা একি পাতিয়াছ খেলা ঝটিৎ পারে চল প্রাণ নিতান্ত আকুল ৷ কহিছে প্রসাদ দাস রসরাজ কিবা হাস কুল-বধূর মনে বড় ভয় ॥ আজু গোসাই । রামপ্রসাদের সামসময়িক । এই সংসার রসের কুটি। ওরে থাই দাই আর মজা লুটি ৷ যার যেমন মন তার তেমনি মন করবে পরিপাটী। ওহে সেন অল্পজ্ঞান বুঝ কেবল মোটামুটি ৷ (১) দেয়া = মেঘ ।