পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন সঙ্গীত—দাশরথি রায়—জন্ম ১৮০৪ খ্রঃ । ኃ¢ዓ¢ আমার প্রেমরূপ যমুনা-কুলে, আশ-বংশীবট-মূলে, সদয় ভাবে স্বদাস ভেবে সতত কর বসতি ॥ যদি বল রাখাল-প্রেমে, বন্দী আছি ব্ৰজ-ধামে, জ্ঞান-হীন রাখাল তোমার দাস হবে হে দাশরথি । নারদ-শিব-প্রসঙ্গ । ( শিব-বিবাহের আয়োজন। ) কহিছেন মুনিবর, এমনি করে যেতেই কি হয়। চাই লক্ষ কথা সমাপন, এই কথার উত্থাপন, দিন ক্ষণ চাই নিরূপণ, ও ছুড়ী তোর বিয়ে নয় ॥ মিছে ব্যস্ত কি লাগিয়ে, ফাকি দিয়ে হবে না বিয়ে, পাষাণের মেয়ের বিয়ে, তার মায়ের নাম মেনকা । পরিধান ব্যাঘ্র-কৃত্তি, প্রেত লয়ে প্রেত-কীৰ্ত্তি, ক্ষেপ বলে না দিবে পুত্ৰী, খেদায়ে দিবে খামক ॥ তাতে দ্বিতীয় পক্ষের বর, কঁাপিছে আমার কলেবর, কি বলিবে গিরিবর, তার মেয়েটি বালিকা। যাতে হয় সদ্ব্যবহার, সজ্জন-সমভিব্যাহার, সামগ্ৰী লও ভারে ভার, যেমন যেমন তালিকা ৷ নৈলে সাধ্য হেন কার, মন মজীবে মেনকার, মনের মত অলঙ্কার, যা চাইবে দিবে তাই । করতে হবে বাদ্যভাণ্ড, নিমন্ত্রণ ব্ৰহ্মাণ্ড, ভূত লয়ে হবে না কাণ্ড, ইথে ভদ্রলোক চাই ॥ আহবান করে হে কাল, (১) তোমাকে লোক চিরকাল, পরের খেয়ে খুব হর কাল, নেবার বেলায় কি মোহ । তোমায় করতে উপুড় হাত, কতু দেখি নে ভূতনাথ, তোমার বাড়ী কেউ পাতে না পাত, অখ্যাতিটি সমূহ ॥ কারু সঙ্গে নাই আলাপ, কখন নাই ক্রিয়া-কলাপ, খরচের নামে দেখ প্ৰলাপ, এ ত কিছু ভাল নয়। জগতের লোক নিরবধি, তোমার আদর করে যদি, প্রণামী দিলে আশীৰ্ব্বাদী, কিছু কিছু দিতে হয় ॥ (১) কাল =মহাকাল = শিব।