পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S(tఫెB - বঙ্গ-সাহিত্য-পরিচয় । তাল—খয়রা । হায় ! এমন সময়— দারুণ অক্রর আসিয়ে, অগস্ত্য হইয়ে, গণ্ডুষে গ্রাসিয়ে গেল গো ;–(আমার সুখের সাগর)– সে যে হ’রে নিল ইন্দু, শুকাইল সিন্ধু, এক বিন্দু না রহিল গে।—(আমার কপাল-দোষে)– তাল—লোভা । সেই মুখের সাগর সখি শুকাইল, এখন আমার মেঘের পানে চাইতে হ’ল । —(তৃষিত চাতকের মত)– রাগিণী—মনোহরসাহি, তাল—লোভা । শুন শুন সখীগণ, শ্ৰীকৃষ্ণ হিয়ার ধন, কোথা গেল মোরে উপেখিয়ে। —(আমার প্রাণবল্লভ গো)– কি হইল হায় হায়, প্রাণ মোর বাহিরায়, কৃষ্ণ-মুখ-চন্দ্র না দেখিয়ে ॥ —( আমার প্রাণ যে যায় গো )— যাহা বিনে অতি অল্প, কাল হয় যেন কল্প, কত না উদ্বেগ হয় চিতে । —( সে দুখ ব’লব বা কারে গো )– না দেখিয়ে তার মুখ, বাড়িতেছে কত দুখ, , আর প্রাণ না পারি ধরিতে ॥ o –( এখন তারে না দেখিয়ে গো )— যদি ছাড়ি গেল সেহ, কি কায রাখিয়ে দেহ, মন স্থির করা নাহি যায়। —( প্রাণবল্লভ বিনে গো )— কি করিব কোথা যাব, কোথা গেলে কৃষ্ণ পাব, সখীগণ বল না উপায় ॥