পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬২০ - বঙ্গ-সাহিত্য-পরিচয় । সখি, হেম-মরকত, কঠিন স্বভাবতঃ, তা কি হয় গণিত এ রূপের কাছে ॥ মরি কিবা স্তামরূপের মাধুৰ্য্য, রাধারূপ তাহে মাধুর্য্যের ধুৰ্য্য, হে’রে মন অধৈৰ্য্য হ’য়েছে ; কোটি নেত্র যদি দিত জড় বিধি, হেরিতাম ও রূপ বসে নিরবধি, বিধি তীয় অবিধি করেছে – যদি দিল দু-নয়ন, তাহে ক্ষণ-ক্ষণ, পলক-মিলন ক’রে রেখেছে। রঘুনাথ রায়ের গান। রচনা-কাল ১৭৫০-১৮৩৬ খৃষ্টাব্দ। দেওয়ান রঘুনাথ রায় বৰ্দ্ধমান-চুপীগ্রামবাসী দেওয়ান ব্রজকিশোরের পুত্র। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৬২৬ পৃষ্ঠায় দ্রষ্টব্য। কিরূপ অনুপমা মা মহেশ-মনোমোহিনী। কলঙ্ক-রহিত পরিণত শত বিধু-নিন্দিত-বদনী ॥ যেরূপ কিরণে হয় হীরকাদি রত্ন-ভূষণে ভূষণী। মঞ্জীর চরণে বাজে রুণু ঝুণু মণি-মুকুতা-গাথনী ॥ দশকরা বিবিধাস্ত্রধর সদলে দনুজ-বিনাশকরা। পদ-ভরে কাপে ধরা দেব-দেবী দেয় জয়-ধ্বনি ॥ আছা শক্তি তুমি ভগবতী কি জানি মা তব স্তুতি। অকৃতি-কুমতি-অকিঞ্চন-প্রতি প্ৰসীদ বিশ্ব-জননি। কে রণরঙ্গিণী যোগিনী-সঙ্গিনী, হয়ে উলঙ্গিনী নাচিছে সমরে । পদতল নব প্রভাকর-কর দশ সুধাকর শোভিছে নখরে ॥ কিবা জীমূতাঙ্গী-জ্যোতি; তমোহর, চরণে পতিত শবরূপে হর, জবা বিল্বদল কিবা মনোহর, শোভিছে ও পদে সঁপিছে অমরে ॥