পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৬৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেওয়ান রামদুলালের গান। দেওয়ান রামদুলাল – ১৭৮৫-১৮৫১ খৃঃ । ধনাশ জীবন-আশা গেল মা সকলি গেল —(মা) কৌমার যৌবন গত, জরা আগমন হল । ছিল না মা জল-পাত্র, করপাত্র ছিল মাত্র, বাঞ্ছা ছিল জল-পাত্র মাত্র হয় সম্পদ । তা দিলে মা দিলে ঘড়া, বাঞ্ছা তাতে হৈল বাড়া, (এখন) ব্ৰহ্মাণ্ড পাইলে তারা, হয় সে ভাল ॥ সমান-বয়সী যত, প্রায়শঃ হইল হত, নুনি জ্যেষ্ঠ গত কত কত কহিব। আপনি পঞ্চত হবে, মনে মনে জানি সবে, তবু চিরজীবী ভাবে ভ্রান্তি রহিল। রাধামোহন সেনের সঙ্গীত-তরঙ্গ। উনবিংশ শতাব্দীর প্রথম ভাগ। ই হার গ্রন্থাবলী বঙ্গবাসী-প্রেস হইতে প্রকাশিত হইয়াছে । রাগ-রাগিণীর রূপ-বর্ণন । দেখ বাঙ্গালী সুন্দর-কান্তি বালা । যোগিনীর বেশ গলে পুষ্প-মালা ॥ কর দক্ষিণে পাণ্ডুর পদ্মফুল। ধৃত সব্য-করে রুচির ত্রিশূল। রমণী-বদনে বিভূতি-প্রঘট । আর মস্তকে উষ্ণীষ-বদ্ধ জটা ॥ পরিধান বাস কাষায় কেশরে । ভুরূ-রো (১) মাঝে কন্তু রী বিন্দু পৰে ॥ । ঘন চন্দন-চর্চিত অঙ্গরাগ । জাতি রক্ষণাবেক্ষণে পূর্ণভাগ ॥ (১) রো=রোম।