পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজিয়া-সাহিত্য—প্রাচীন দলিল—১৭১৭-১৭৩২ খৃঃ। শ্ৰীলক্ষ্মীকান্ত ভট্টাচাৰ্য্য গয়রহ শ্ৰীশ্ৰী৬ কাশীর শ্রীহরানন্দ ব্রহ্মচারী ও শ্ৰীনয়ানন্দ ভট্টাচাৰ্য্য ও গয়রহ একত্র হইয়া শ্ৰী৮ রাধামোহন ঠাকুর শ্ৰীশ্ৰী৮ আচাৰ্য্য ঠাকুরের সন্তান তাহার সঙ্গে শ্ৰীযুত রাজা সত্তায়ের সভাপণ্ডিত অনেক শাস্ত্র সিদ্ধান্ত বিচার করিলেন তাহাতে শ্ৰীশ্ৰী৮ আচাৰ্য্য প্রভুর সন্তান শ্রী রাধামোহন ঠাকুরকে পরাভব করিতে পারিলেক না অতএব শ্ৰীদিগ্বিজয় ভট্টাচাৰ্য্য পরাভব হইয়া অজয় পত্র লিখিয়া ঠাকুরের স্থানে শিষ্য হইয়া পরকীয় ধৰ্ম্ম গ্রহণ করিলেক এবং দস্তখত পরকীয় ধৰ্ম্মের পর করিয়া দেশকে গেলেন এখানে যে সকল শাস্ত্রগ্রন্থ লইয়া বিচার হইল সেই শাস্ত্র ঐদিগ্বিজয় শ্ৰীযুত মহারাজার নিকট গেলেন পুনঃ পুনঃ সভা শ্ৰীযুত রাজার সভাসদে বিচার হইল বিচারে পরকীয় ধৰ্ম্ম মুখ্য হইল শ্ৰমং আগম শ্রীমৎ ব্রহ্মবৈবৰ্ত্ত এবং শ্ৰমং ব্যাসদেবের শ্রীমৎ ভাগবত এবং শ্ৰমং হরিবংশ আদি ভাগবত শাস্ত্র এবং শ্রী৬ গোস্বামীদিগের শ্রীমৎ ভক্তিশাস্ত্র এই সকল গ্রন্থের মতে পরাভব হইয়া জয়নগরে গেলেন সেখানে পুনঃসভাসদ হইয়া বিচার হইল শ্ৰীশ্ৰ৮ রাধাকুণ্ডে পরকীয়া ধৰ্ম্মের ঢাণ্ড (১) গাড়া গেল এখানে পরকীয় অধিকারী চারি অধিকারী শ্ৰীসরকার ঠাকুর শ্ৰীআচাৰ্য্য ঠাকুরের সন্তান শ্রীরাধামোহন ঠাকুর অতএব ঐনরহরি সরকার ঠাকুরের পরিবার ও আচাৰ্য্য ঠাকুরের পরিবার শ্রীমৎ নরোত্তম ঠাকুরের পরিবার ও শ্রীমৎ জীব গোস্বামীর পরিবার এই চার শুবে বাঙ্গলায় আমরা পঞ্চ পরিবারের মধ্যে খারিজ হইলাম তোমরা আপন আপন পরিবারে বিলাতে দখল করিয়া পরম মুখে ভোগ করহ আমরা এই চারি পরিবারে পর দখল করিব না দখল করি শ্ৰীশ্ৰী৮ সরকারে দণ্ডী এবং গুনাকার হইব এতদৰ্থে বিচার পরাভব হইয়া ইস্তফা পত্র লিখিয়া দিলাম। ইতি সন সদর তারিখ ১৭ই ফাল্গুন— ইশাদী— শ্ৰীআসান খ শ্ৰীকৃষ্ণরাম ভট্টাচাৰ্য্য মনস্কোপ ফৌজদারি সাং শ্রীপটি নবদ্বীপ শ্রীরামরাম বিদ্যাভূষণ শ্ৰীদক্ষনারায়ণ মজুমদার সোণার গ্রাম সাকিম ডাহাপাড়া শ্রীরামহরি মজুমদার শ্রীরামজয় বিদ্যালঙ্কার মনস্বেীপ আবিস্কানিগড় সাং উৎকল কটক সাং শ্ৰীকাশী সাং মহিমাপুর শ্রীসেখ হিঙ্গান ৷ শ্ৰীনয়ানন্দ ভট্টাচাৰ্য্য মনস্বেীপ ঘউরী সাং মহুলা (১) বিজয়-স্তম্ভ । >や8いう