পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

J& e নায়িক ভিন্ন মুক্তি নাই। বঙ্গ-সাহিত্য-পরিচয় । এবে কহি শুন সেই নায়িকার মান। সামর্থ রতির যেই হয় মহাজন ॥ গোস্বামীরা পরকীয়া বিচার করিয়া । গ্রহণ করিল শুদ্ধ নায়িক বাছিয়া ॥ সে সব নায়িক-পদে মোর নমস্কার । ইথে কিছু অপরাধ না লবে আমার ॥ সে সব নায়িকা এবে করিয়া গণন । যার সঙ্গে যেহ ধৰ্ম্ম করিল আচরণ ॥ শ্ৰীক্লপ করিলা সাধন মিরর সহিতে । ভট্ট রঘুনাথ কৈলা কর্ণবাই-সাথে। লক্ষ্মী হীরা সনে করিলা গোসাই সনাতন। মহামন্ত্র প্রেমে সেবা সদা আচরণ। গোসাঞি লোকনাথ চণ্ডালিনী-কন্ত-সঙ্গে। দোহ জন অনুরাগ প্রেমের তরঙ্গে ॥ গোয়ালিনী পিঙ্গল সে ব্রজদেবী-সম । গোসাঞি কৃষ্ণদাস সদাই আচরণ ॥ শুীমা নাপিতিনীর সঙ্গে শ্ৰীজীব গোসাই। পরম সে ভাব কৈলা যার সীমা নাই ॥ রঘুনাথ গোস্বামী পীরিতি উল্লাসে। মিরাবাই সঙ্গে তেহ রাধাকুণ্ড-বাসে ॥ গৌরপ্রিয়া-সঙ্গে পোপাল ভট্ট গোসাই । করয়ে সাধন অন্ত কিছু নাই ॥ রায় রামানন্দ যজে দেবকল্প (১)-সঙ্গে । আরোপেতে স্থিতি তেহ্ন ক্রিয়ার তরঙ্গে ॥ (২) তথাহি অন্তের পঞ্চমে। (৩) “দুই দেব কন্যা হয় পরম সুন্দরী। নৃত্য গীতে সুনিপুণ বয়সে কিশোরী ॥ (১) দেবদাসী। (২) এই সহজিয়াদের মতে নায়িকা ভিন্ন কেহ কখনও সাধনার পথে সিদ্ধি লাভ করিতে পারেন নাই । (৩) কৃষ্ণদাস কবিরাজের চৈতন্ত-চরিতামৃত হইতে উদ্ধৃত ।