পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সহজিয়া-সাহিত্য –রাধীবল্লভ দাস–১৮শ শতাব্দী ৷ ১৬৫৭ সত্ত্বরাজস্তমো ভয় মনে লাগে ত্ৰাস । ঈশ্বর-আশ্রিত বলি মনে করে হাস ॥ তাহার বিবরণ কহি শুন । রসিক জনেরে আমি করি নিবেদন ॥ মানুষ হইতে ঈশ্বর এইত কারণ । যেমতে ছাড়াছাড়ি কহি বিবরণ ॥ ছাড়াছাড়ি কিরূপে তাহা বিবরি কহিব । প্রমাণ নাহিক মাত্র কেবল অনুভব ॥ এবং পঞ্চ আত্মার শুনহ বিবরণ। পরম আত্মার স্থান ব্রহ্ম কোপন মাঝে তার রত্ন-সিংহাসন ॥ জীব আত্মা বিষ্ণুর অংশের অংশ ভাল মন্দ তার সব। নাসারন্ধে পরম আত্মা তার নিকটে বাস বৈভব। শরীর ভিতর চলাচল সেই নাভিপদ্মে আসি বৈসে । কাম মদ আস্বাদিবার যে আশে ॥ ভূত আত্মা জীব আত্মার অংশ। সদা সেবে এক অংশ ভৌতিক দেহেতে তার বাস। কান্তি মধ্যে নীলকান্তি তার স্থিতি দেহে কৰ্ম্ম। তার সৰ্ব্বাঙ্গে রক্ত কারণ তার সভার প্রকৃতি । রোমাঞ্চ আর দ্বার সকল ফণক হয়ে । প্রেত আত্মার কথা শুন আছাশক্তির অংশ। এক প্রেত আত্মা তার নাম । সব দ্রব্যে মন করে থাইতে লালসা। তার স্থান জীবাত্মাগ্রে নানা দ্রব্য করে আশা ॥ পাদপদ্ম উরুপদ্ম নাভিপদ্ম হৃদিপদ্ম দুই কহি শুন । হস্তপদ্ম মুখপদ্ম কহি বিবরণ ॥ ব্ৰহ্মপদ্ম ব্ৰহ্ম কোপনে তার অনুবাদ নেত্রপদ্ম । শরীর মধ্যে সহস্ৰ পদ্ম দেখহ বিচারি। ব্ৰহ্ম কোপনে পরম আত্মার স্থান রত্ন-পালঙ্কে শয়ন। দুই শত পদ্ম পালঙ্কোপরি স্থান ॥

  • ? ケ - -