পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

** اسرارند: বঙ্গ-সাহিত্য-পরিচয় । স্বষ্টিকারিণী ত্রিগুণাত্মিক সহিত শ্ৰীশ্ৰীআশুতোষ দীন দয়াময় সদাশিব চরণারবিন্দ-দ্বন্ধে প্রণামান্তর শ্ৰীমন্নায়ায়ণপরায়ণ সাক্ষাৎ প্রত্যক্ষ দেবতা ভূদেব ব্রাহ্মণ-সকলের চরণ-প্রান্তে প্ৰণতি পূৰ্ব্বক বহুতর প্রণাম করিয়া শ্ৰীশ্ৰীসদাশিব-বংশ-সম্ভব বিহারস্ত দেশাধিপতি শ্ৰীশ্ৰীমহারাজাধিরাজ হরেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর মহাশয় সদাশয় দান মান গুণ ধ্যান ধারণ কুল শীল বল বীৰ্য্য শৌর্য্য গাম্ভীৰ্য্য বৰ্ম্ম ধৰ্ম্ম কৰ্ম্ম অস্ত্ৰ শস্ত্র নীতি চরিত্র নিতান্ত শান্ত দান্ত বিদ্যা বিনয় বিচার রাজ-লক্ষণ রাজ-ব্যবহার শরণাগতজন-প্রতিপালনাদি বিষয়ে এবং রূপ লাবণ্যাদিতে যিনি তুলনা রহিত রিপুকুল-বনপঙ্কে প্রচণ্ড মাৰ্ত্তণ্ড দ্যায় তাহার পূর্বপুরুষের বিবরণ পূৰ্ব্ব সংবাদ তৎশ্রবণে ঐহিক পারত্রিক শুভদায়ক যে হেতু শিব-সন্তান প্রত্যেক নৃপতি সকলের গণেশ-তুল্যতা অতএব নিবেদন করিতেছি যে সংপ্রতিক ভূপতির মন্ত্রিবর্গের অগ্রগণ্য মহামন্ত্ৰী শ্ৰীযুত দেওীন কালিচন্দ্র লাহিড়ি মহাশয় সৰ্ব্বগুণধার ও সকল প্রশংসাতে প্রশংসিয় মন্ত্রণাতে যেমত ইন্দ্রের সভাতে বৃহস্পতি ও শ্ৰীশ্ৰীরঘুনাথের সভাতে বশিষ্ঠ ঐ প্রকার বটেন।” * * শ্ৰীশ্ৰীমহারাজা ভূপ বাহাদ্বরের বাল্যকাল অতীত হইয়া কিশোর কাল হইবাই পাশা বাঙ্গলাতে স্বচ্ছন্দ আর খোশথত অক্ষর হইল সকলেই দেখিয়া ব্যাখ্যা করেন বরং পাশাতে এমত খোষনবিস লিখক সন্নিকট নাহি চিত্রেতে অদ্বিতীয় লোক সকলের এবং পশু পক্ষী বৃক্ষ লতা পুষ্প তৎস্বরূপ চিত্র করিতেন অশ্বারোহণে ও গজ-চালানে অদ্বিতীয় তীরন্দাজ ও গোলেন্দাজিতে উপমা-রহিত অন্ত অন্ত শিল্পকৰ্ম্ম যাহা দৃষ্টি হয় তাহ তৎকালীন শিক্ষা করেন গান বাদ্য সকলি অভ্যাস করিলেন এবং তাল মান ও রাগ রাগিণী এমত বুঝিতে লাগিলেন যে উত্তম উত্তম গায়ক সকল সশঙ্কিত হইয় হজুরে গান করেন গুণবোদ্ধা গুণগ্রাহী গুণ-সমুদ্র হইলেন দেবত ব্রাহ্মণের প্রতি ভক্তি অতিশয় হইল দয়াল মিষ্ট-ভাষক সকল লোকে দেখিয়া চক্ষু সফল জ্ঞান করে । * * * রাজধৰ্ম্মে রাজকৰ্ম্মে তৎপর রাজনীতি সকলে শিক্ষা-করণে শিব-সন্তান স্বয়ং শিব আশুতোষ স্মরিবে বিধৰ্ম্ম দেবার্চনা নিত্য-উৎসব বিশেষ প্রতি সন দুর্গা-উৎসব আর হুলীতে এমত সমারোহ করিতে লাগিলেন যে কেহ কুত্ৰাপি দেখে নাই এবং শোনে নাই হুলীতে পঞ্চদশ দিবস মজলিষ হইতে রঙ্গপুর ও দিনাজপুরের জজ কালেকট্টর সাহেবলোক বিবিলোক এবং কুঠার সাহেবলোক তামাস দেখার নিমিত্তে আসিতেন বাই ভক্তিয়া ভাড় কথক কালাওত কত আসিতে সঙ্খ্যা কে জানে আবির কুমকুমা আতর গোলাব ফুলেন অপরিমিত যে স্থলে মজলিস হইতে তাহার বর্ণনা কি লিখিব সহর সমেত পথ ঘাট সকল আবিরে রক্তিমাকণর পেচকারীর হওজ সাহেবলোক বিবিলোক