পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—রাম বস্থ–১৮০১ খৃঃ । বিশ্বাসপাত্র বাদসাহের যতেক ধন শ্বর্ণ রুপ তামা পিতল কাসা সমস্ত । ধাতু দ্রব্য ও আর ২ যে কিছু ছিল এবং প্রধান ২ সকল এবং র্তাহার আর ২ সমস্ত চাকরেরদের যাবদীয় ধন এবং সহর বাসী লোকের ধান্ত চাল অবধি যাবদীয় সামিগ্রি ইত্যাদি লোকের পুরাতন পরিচ্ছদ পর্য্যন্ত লুট যাওনের ভয় প্রযুক্ত সামুদাইক বস্তু দুই ভ্রাতার স্থানে গচ্ছিত হইল ইহার সহস্রাবধি ২ বৃহত ২ নৌকায় সামিগ্রি বোঝাইয়া যশহরে চালান করিলেন গৌড় প্রায় ধনহীন সহর হইয়া রহিল। বাদশহ সৰ্ব্ব সমেত আগমন করিয়া প্রাগ পৰ্য্যন্ত পৌছিলে কিছুকাল সেইখানে স্থকিত হইয়া লস্কর অগ্রভাগে তাই করিয়া আপনি সেই স্থানে তিষ্ঠিলেন। সেই কালে প্রাগের কেল্লা রচনা যাহা অদ্যাপিও আছে এদিগে প্রায় বৎসরাবধি গত হইল বাদসাহি লস্কর পার হওনের সাঙ্গত্য পায় না। ইতি মধ্যে দেখ দৈবের ঘটনা দেবতার ইচ্ছা ক্রমে এক রাত্রি দাউদের লস্করে আত্মবিরোধ উপস্থিত হইয়া আপন আপনি হইল মহামারির আরম্ভ চৌকিরদিগে কাহারু মনযোগ রহিল না। এই অপকাস ক্রমে বাদসহি সৈন্ত সমস্তই এককালিন পার হইয়া মহামারীতে ছিন্ন ভিন্ন করিয়া ফেলিল দাউদের সেনারদিগকে তাহারা গাফিল ছিল আচানক মারি পড়নেতে অনেক ২ মারা গেল বক্রিরা (১) আপন ২ সরঞ্জাম ফেলাইয় কোনদিগে পলায়ণ করিল ভয়াকুল শিবাগণের মত তাহার ঠেকানা থাকিল না। যখন গৌড়ের কর্তা সংবাদ প্রাপ্ত হইলেন যে বাদসাহি সামন্ত র্তাহার মুরচা ভঙ্গ করিয়া পার হইল আসিয়া তখন দাউদের অন্তঃকরণ মহা হুতাসযুক্ত দেখেন আর উপায় নাই। দুই ভ্রাতাকে ডাকিয়া কহিলেন ভাইরে আর কি করিতে পারি এখন নিরোপীয় পরে যাহা হউক এইক্ষণে আমরা কি করিব। আর কিছু সাঙ্গত্য দেখিনা। আমার বল ও বুদ্ধি তোমরা দুই ভাই তোমরা এদিগে ওদিগে গুপ্ত রহ যদিত পশ্চাত কোন উপায় করিতে পারিব যাবৎ শ্বাস তাবৎ আশ বাদসাহ এখানে আসিবেন যদি কাহারু দ্বারায় সচেষ্টত হইয়া কিছু প্রতুলের উপায় করিতে পারহ আমার কহনাধিক। - সম্প্রতি আমি সপরিবারে রাজমহলের পর্বতের উপরে আরোহন করি যাইয়া। আমার তত্ব তল্লাস করিও তোমারদের সংবাদ পাইলে ফের নামিব নতুবা এই পৰ্য্যন্ত দেখা আর দেখা হয় বা না হয় প্রিয়তম বান্ধবের বিদায় হই। এই সকল কহিতে ১ গৌড়াধিপ দাউদ রোদন করিয়া ব্যাকুল হইলে (১) বক্রিরা = অবশিষ্ট সৈন্তাগণ ।

  • > ネ

Vboసి