পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাচীন গদ্য-সাহিত্য—রাজ-বিবরণ ১৮২০ খৃঃ । গত হইল। দিল্লীতে যবনাধিকার হইবার পূৰ্ব্বে নসেরুদ্দীন মুবক্তগী প্রভৃতি কয়েক যবন মুলতান ও লাহোর প্রভৃতি দেশ অধিকার করিয়াছিলেন কিন্তু তাহারা দিল্লীর সিংহাসন আক্রমণ করিতে পারেন নাই অতএব তাহারা দিল্লীস্থ সম্রাটের মধ্যে গণিত হন নাই। এইরূপে হিন্দুয়ানি ও মুশলমানিতে কলির প্রথম অবধি ১৮৬১ সম্বত ও ১৭২৬ শকাব্দ ও ১২১১ বাঙ্গালা সন ও ১৮০৫ ইসরীয় সন ও ১২১৯ হিজরি সন পৰ্য্যন্ত সৰ্ব্বশুদ্ধ ৪৯১৯ বৎসর হইয়াছে। কিন্তু শ্ৰীমন্মহারাজাধিরাজ যুধিষ্ঠির দেবের সন ৩০৪৪ ও শ্ৰীযুক্ত মহারাজাধিরাজ বিক্রমাদিত্যের সম্বৎ ১৮৬১ বৎসর এই দুই অঙ্কের ঐক্যে কলির প্রথমাবধি ঐ সম্বৎ পৰ্য্যন্ত ৪৯০৫ বৎসর গত হয়। কলির এই গত বৎসর হইতে সাম্রাজ্য সময়ের ঐক্যের অঙ্কেতে যে ১৪ বৎসর অধিক হয় সে যবনাধিকার সময়ের হিজিরি সনের চান্দ্রমান গণনার ও শকাব্দের সৌরমান গণনার বৈলক্ষণ্যে ও সাম্রাজ্যাধিকার সময়ের বর্ষের উপর ভগ্ন মাসের কদাচিত বর্ষরূপে গণনা কদাচিত ঐ ভগ্ন মাসের ত্যাগ এই বৈলক্ষণ্যেতে হইয়াছে ইহা বোধ হয়। এই আলী গওহর শাহ বাদশাহ হইয়া আপন শাহ আলম নামে হিন্দুস্থানে খোতব ও সিক্কা প্রচার করিয়া নবাব সুজাওদ্দৌলাকে উজীর করিলেন। তাহার কিছুদিন পরে লার্ড ক্লাইব নামে বড় সাহেব দিল্লীতে গমন করিয়াছিলেন তখন নবাব গয়ফদ্দৌলায় খানে আজমু খেতাব ও সপ্ত হাজারি মনশব ও বাঙ্গালার সুবেদারি এবং কোম্পানী বাহাদুরের বাঙ্গালা বেহার ও উড়িষ্যা এই তিন মুবার বাদশাহি দেওয়ানী এবং বাদশাহের ইচ্ছা মতে আপনার শাহাবপুঙ্গ খেতাব এবং নবাব মুজাফর জঙ্গের খানখানানি খেতাব ও জাগীর ও হগুহাজারী মনশব ও বিশ হাজার মশাহেরা এবং মহারাজ দুর্লভরামের মহীন্দ্র খেতাব ও জাগীর ও ষট্টহাজারী মনশব ও ষোল হাজার মশাহের এবং রাজা শেতাব রায়ের মহারাজ খেতাব ও পঞ্চহাজারী মনশব ও সুবে বেহারের নেয়াবত এবং মহারাজ দুর্লভরামের পুত্র রাজা রাজবল্লভের রায়রায়ানি কৰ্ম্ম ও জাগীর ও চাহার হাজারী মনসব এবং জগৎ শেঠ মহাতবরায়ের পুত্র খোশহালচন্দ্রের জগৎ শেঠ খেতাব এবং মুন্সী নবকৃষ্ণের মহারাজ খেতাব ও পঞ্জসাদি মনসব এই সকল বন্দোবস্ত করিয়া বাঙ্গালাতে আসিয়া ঐ সমস্ত ওমরারদিগকে লইয়া সাহেব ন ইংরাজ বাহাদুর তিন মুবার কর্তা হইলেন। কিন্তু বাঙ্গালার চোখে উড়িষ্যা বরগীরদের অধিকারে থাকিল। পরে ঐ শাহ আলম বাদশাহ হিজরী ১২২১ সালের ৬ রমজানে ও সম্বৎ ১৮৬৩ সালের কাৰ্ত্তিক সুদী অষ্টমীতে ও বাঙ্গলা ১২১৩ সালের ৪ঠা অগ্রহায়ণ ও ইংরাজী ১৮০৬ めa○め