পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৭৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

➢ጫ8o বঙ্গ-সাহিত্য-পরিচয় । এলকা রাখি না সে যাহা হউক সংপ্রতি শ্ৰীশ্ৰী প্রসাদে তোমার পবিত্র চরিত্র দেখিয়া বাঞ্ছা হয় যে তোমার নিকট থাকি আর তুমি যেরূপে উত্তম বাবু এমত শিক্ষা করাইলেন আমার মনস্থ বটে আপন সৰ্ব্বদা নিকটে থাকিয়া বাবুগিরি শিক্ষা করেন এইরূপে কথোপকথনানন্তর কিরূপে বাবুকে উপদেশ করিতেছেন শ্রবণ করুন। উপদেশক কহিতেছেন বাবুজী বাবুর লক্ষণ শ্রবণ কর । ভারতবর্ষে ইংগ্রণ্ডীয়ের দের রাজ-বিবরণ। মার্সম্যান সাহেব কৃত বঙ্গানুবাদ । শ্রীরামপুরের যন্ত্রালয়ে মুদ্রাঙ্কিত খৃষ্টীয় সন ১৮৩১ সাল।

টেপুসুলতানের সহিত যে সময় সন্ধি হয় তৎসময় পৰ্য্যন্ত ভারতবর্ষে ইংগ্রওঁীয়ের দের যে ২ বিষয় হয় তাহার উপাখ্যান পূৰ্ব্বকাণ্ডে লেখা গিয়াছে অতএব এই ক্ষণে তদুযুদ্ধ হওন সময়ে বঙ্গদেশে এবং ভারতবর্ষের অন্ত ২ স্থানে যে সকল বিষয় ঘটে তদ্বিবরণ লিখনের আবশুক । ১৭৮০ সালে হয়দরালী কর্তৃক কর্ণাট দেশের আক্রমণের সম্বাদ বঙ্গদেশে পহুছিলে গবৰ্ণর জেনরল যে ২ নিয়মে বিরাট রাজার দ্বারা মহারাষ্ট্ৰীয়ের দের সহিত সন্ধিকরণের প্রসঙ্গ করিতে নিশ্চয় করিলেন তাহা এই যে ইংল্লণ্ডীয়েরা যে সকল দেশ আক্রমণ করিয়াছেন গোহদের রাজাকে প্রদান করণার্থ গড় গোয়ালিয়র এবং গুজরাটের যে অংশ ফতে সিংহকে প্রদান করা গিয়াছে তদ্ব্যতিরেক অন্ত সকল ইংগ্রণ্ডায়াধিকৃত স্থান মহারাষ্ট্ৰীয়ের দিগকে প্রতিদান করা যায় এবং এই সন্ধিপত্রে সহী হওনের পূৰ্ব্বে যদ্যপি বাসিনের গড় ইংগ্রওঁীয়ের দের হস্তগত হয় তবে তাহার বিনিময়ে পুরন্দরের স্বাক্ষরীকৃত সন্ধিপত্রে ইংগ্রণ্ডায়ের যে সকল স্থান প্রাপ্ত হইয়াছিলেন তাহার বিনিময়ে সে সকল মহারাষ্ট্ৰীয়ের দিগকে প্রতিদান করা যায় এই সকল নিয়মস্থচক পত্র গবর্ণর জেনরল নান রাজার দিগের নিকটে প্রেরণ করিলেন। অপর ১৭৮০ সালের ১৬ অক্টোবর তারিখে জেনরল গভার্ড সাহেব বাসিনের প্রতিকূলে গমন করত তথায় ১৩ই নবেম্বর তারিখে পহুছেন