পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

›ጳ8: বঙ্গ-সাহিত্য-পরিচয় । । ইহাতে উজীরের সহীর নিমিত্তে যুদ্ধ না করিয়া অষ্টাহ পর্য্যন্ত প্রতীক্ষা করিব। ঐ অষ্টাহ গত হইলে উজীর এইমাত্র উত্তর করিলেন যে আপনার সন্ধিপত্র আমি একেবারে হেয়ঞ্জান করিলাম । ইহার কারণ এই বোধ হয় যে তৎসময়ে মহারাষ্ট্ৰীয়ের কর্ণাট দেশে হয়দর আলীর আক্রমণের ংবাদ শুনিয়া অনুমান করিল যে জেনরল গভার্ড সাহেব কেবল ভয় প্রযুক্ত আমার দের সঙ্গে সন্ধি করিতে ব্যগ্র আছেন। এই রূপেতে সন্ধি হওনের ভরসা একেবারে সুদূর পরাহত হইল। অপর জেনরল সাহেব উত্তর কালের কার্য্য বিষয়ে বিবেচনা করিতে লাগিলেন এক পক্ষে বোধ করিলেন যে রাজধানী পর্য্যন্ত যদি আমি গমন করি তবে বিপক্ষেরা ঐ রাজধানী দগ্ধ করিয়া পলায়ন করিবে তাহাতে আমার কি ফল হইবে। পক্ষান্তরে ভাবিলেন যে এই পৰ্ব্বতীয় পথে অবস্থিতি করিলে যে সকল আহারীয় দ্রব্যের আবশু্যক তাহার স্থপ্রতুল হওয়া ভার এবং এই পৰ্ব্বতীয় স্থান যে দুর্গ প্রভৃতি দ্বারা দৃঢ় করণের আবশ্যক তাহাও বহু ব্যয় সাধ্য। এইরূপ বিবেচনা করণানন্তর জেনরল সাহেব দেশের মধ্যে অগ্রসর না হইয়া পৰ্ব্বত হইতে অবরোহণ করিতে নিশ্চয় করিয়া ১৭ এপ্রিল তারিখের রাত্ৰিযোগে তাহা করিলেন। পর দিবসে বিপক্ষেরাও র্তাহার পশ্চাৎ নামিয়া তিন দিবস পৰ্য্যন্ত অবরোহণ কালে র্তাহার দিগকে অত্যন্ত ক্লেশ দিতে লাগিল তাহাতে যদ্যপিও ইংলওঁীয়ের দের অনেকের প্রাণ হানি হয় বিশেষতঃ কর্ণল পার্কর সাহেবের তথাপি তাহার দের জিনিষ পত্র ও যুদ্ধের সরঞ্জামের অনেক ক্ষতি হইল না। অনন্তর বিপক্ষেরা পুনৰ্ব্বার পর্বতারোহণ করিল এবং ইংগ্রগুয়ের কঙ্কণ দেশ অধিকার করণ পূর্বক তাহ অধীনে রাখিলেন। অপর মহারাষ্ট্র দেশের যে সীমা বঙ্গদেশের নিকট তথায় যে ইংগ্রণ্ডীয় সৈন্ত মেজর পপহম সাহেবের অধীনে ছিল তাহী কর্ণল কাৰ্ণাকৃ সাহেবকে দেওয়া গেল । ঐ শেষোক্ত সাহেব গোহদের রাণীর দেশের মধ্যে প্রবেশ করিয়া ১৭৮১ সালের আরম্ভে সিন্ধিয়ার রাজধানী উজ্জয়নীর প্রতিকুলে গমন করিতে হুকুম পাইলেন। ঐ কর্ণল সাহেবের সঙ্গে যে সৈন্ত ছিল সে অতি নুন সংখ্যক অতএব এমত অল্প সৈন্ত বিপক্ষের দের নিকটে প্রেরণ করা যুক্তিবিরুদ্ধ বোধ হয় যেহেতুক ঐ সৈন্তের দ্বারা সিন্ধিয়া কিছুমাত্র ভীত হইলেন না এবং কেবল সৌভাগ্যক্রমে ঐ সৈন্ত তাহাতে রক্ষা পাইল যেহেতুক কার্ণক সাহেব সিরণ স্থানে পহুছিলে বিপক্ষের এক মহাবুও সৈন্ত র্তাহাকে বেষ্টন করত চতুগি হইতে র্তাহার উপর মহোৎপাত করিতে লাগিল এবং তাহার দের ভক্ষণীয় দ্রব্য পহুছান একেবারে অবরুদ্ধ হইল ও যে ২ রাজা তাহার দের সাহায্য করিতে