পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ు: ধনিগণের ব্যবহার । নিঃস্বর্থ শ্রম । প্রাচীন কাব্যের শ্রেষ্ঠত্ব । বঙ্গ-সাহিত্য-পরিচয় । , কথা উল্লেখ করণের প্রয়োজন করে না। ৩০৪০ বৎসরের মধ্যে যেরূপ নানা প্রকার চমৎকার চমৎকার বাঙ্গাল কবিতার ও গীতাদি রচনার ব্যাপার হইয়া গিয়াছে বাক্য দ্বারা তাহার ব্যাখ্যা হইতে পারে না। এতৎ কাৰ্য্যারম্ভের পূৰ্ব্বে কোন কোন ধনী সম্ভবমত সাহায্য করণে অঙ্গীকৃত হইয়াছিলেন কিন্তু অধুনা সেই সেই ধনীর সেই সেই ধ্বনি শরৎকালের মেঘ-ধ্বনির ন্যায় সমুদয় মিথ্যা হইল। যদি ধনাঢ্য মহাশয়ের ধনের আনুকূল্য এবং কাব্যপ্রিয় উৎসুক মহোদয়ের সংগ্রহের নিমিত্ত মনের ও শ্রমের আমুকুল্য করেন তবে এই গুরুভারকে এত ভার বোধ করিতে হয় না এই গুরুভার সহজেই লঘু হইয়া আইসে। যাহাতে দশের সংযোগ তাহাতেই যশের সংযোগ ইহাতে সংশয় কি। কিন্তু এ পক্ষে কোন মতেই আর বিলম্ব বিধেয় নহে কারণ প্রায় সমুদয় প্রাচীন লোক ইহলোক পরিত্যাগ করিয়াছেন এইক্ষণেও যে ই এক ব্যক্তি জীবিত আছেন র্তাহারাই অভ্যাস করিয়া রাখিয়াছেন ইহার পর সেই সকল লোকের অভাব হইয়াই সমুদয় অভাব হইয়া পড়িবে। তখন কুবেরের ভাণ্ডার মুক্ত করিয়া বিতরণ করিলেও কৃতকাৰ্য্য হইতে পারিব না। যদিও সম্পূর্ণরূপে সমস্ত সঙ্কলন করা সম্ভব নহে, তথাচ যে পৰ্য্যন্ত হইয় উঠে তাহাই উত্তম । যখন সৰ্ব্বস্বই লোপ হইবার লক্ষণ হইয়াছে সুতরাং তখন যৎকিঞ্চিৎ যাহা হস্তগত হয় তাহাই সৌভাগ্য বলিয়া স্বীকার করিতে হইবেক। উত্তমের অল্পাংশই অধিক। স্কৃত ও ক্ষীরের বিন্দুমাত্র ভোজন করিলেই রসনার তৃপ্তি জন্মে। তিমিরময় কুটার-মধ্যে আলোকের কিঞ্চিম্মাত্র আভাকেই । যথেষ্ট বলিয়া গ্রাহ করিতে হইবে। কেহ যেন এমত বিবেচনা করেন না যে আমরা কেবল উপকারের কামনায় এই শুভস্থত্রের সঞ্চার করিতেছি । ইহাতে আমারদিগের মনে অর্থের আশা কিছুমাত্র নাই। শুদ্ধ এই মাত্র অভিলাষ করিতেছি যে এই অভিপ্রায়ানুসারে অপ্রকটত পন্থপুঞ্জ প্রকটিত হইলে পূৰ্ব্বতন মৃত কাব্যকৰ্ত্তারা আপনাপন ধী-কীৰ্ত্তি সহিত পৃথ্বীসমাজে পুনৰ্ব্বার সজীব হইবেন। দেশের উচ্চ সন্মান রক্ষা পাইয়া গৌরবপুষ্পের সৌরভ সৰ্ব্বত্র বিস্তৃত হইবে। আধুনিক অহঙ্কার অনিপুণ কবিদিগের গৰ্ব্ব-পৰ্ব্বত চুড়ার সহিত অধোভাগে পতিত হইবেক এবং র্যাহার কবিতা-প্ররচনাপথে প্রবেশ করিয়া চরণ-চালনা করিতেছেন তাহারা চরণ-চালনার পক্ষে বিশেষ স্যুপায় প্রাপ্ত হইবেন । অনায়াসেই পদ লাভের পথ পাইবেন। যে সকল নব্য সভ্য সম্প্রদায় বাঙ্গলাকাব্যের মৰ্ম্মজ্ঞ নহেন সম্প্রতি প্রতিচিত্তে অনুরোধ করি আমরা যে সকল প্রাচীন কবিতা পত্রস্থ