পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্রিশিক্ত । রামশঙ্কর দত্তের রামায়ণ । ( ১৬৬৫ খৃঃ । ) রামশঙ্কর দত্ত বৈদ্যবংশীয়। পূৰ্ব্বপুরুষদের আদি নিবাস বৈদ্যবাটী। ইনি জ্ঞাতি-ভ্রাতা শ্ৰীচন্দ্র দত্তের সঙ্গে ঢাকা মাণিকগঞ্জের অন্তঃপাতী বায়বা গ্রামে ১৬৬৫ খৃষ্টাব্দে আসিয়া বাস স্থাপন করেন। সম্ভবতঃ ইহার অব্যবহিত পরেই একখানি স্ববৃহৎ রামায়ণ রচনা করেন। এই রামশঙ্কর দত্তের বংশীয় রামনরসিংহ দত্তের হস্ত-লিখিত এই রামায়ণের একখানি পুথি বায়বা-নিবাসী শ্ৰীযুক্ত হরেন্দ্রমোহন দত্তের বাড়ীতে আছে । পুথির তারিখ ১২৪১ বাং সনের ১লা ভাদ্র ( ১৭৩৩ খৃঃ ) । এই পুথি হইতে বায়বা-নিবাসী ত্রযুক্ত অক্রুরচন্দ্র সেন মহাশয় আমাকে নিম্নলিখিত অংশ উদ্ধৃত করিয়া দিয়াছেন। কবি রামশঙ্কর দত্তের একমাত্র বংশধর শ্ৰীযুক্ত বসন্তকুমার রায় কয়েক পুরুষ পূৰ্ব্ব হইতে মাণিকগঞ্জের অন্তঃপাতী পাটগ্রামে বাস করিতেছেন । রাজা হবে রামচন্দ্র দিলেন ঘোষণা ৷ অযোধ্যার প্রজাসব আনন্দিত হৈলা । প্রতি ঘরে ঘরে সবে মঙ্গল স্থাপিলা ॥ বাস্থ্য ভাণ্ড নিয়োজিলা রাজার সিংহদ্বারে। বিচিত্র পতাকা ধ্বজ দিলা দ্বারে দ্বারে ॥ রাজ অভিষেক দ্রব্য কৈলা অনুষ্ঠান। সিংহ চৰ্ম্মে কনকাসন করিলা বেষ্টন ॥ স্বর্ণকুম্ভ ভরি জল আনিল দিব্যাঙ্গনা। আম্রশাখা শিরে দিয়া করিলা স্থাপনা ৷ কনকের নবদণ্ড আর শ্বেতছত্র। পঞ্চতীর্থ জল আনি করিলা একত্র ॥ শ্বেত হস্তী শ্বেত অশ্ব বিমল চামর। দধি খই ধান্ত দুৰ্ব্ব চন্দন আগর (১) ॥ (১) আগর = অগুরু। প্রজাগণের আনন্দ ।