পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২২ কুঞ্জ দাসী । ii বঙ্গ-সাহিত্য-পরিচয় । অস্ত গেল দিবাকর চন্দ্রের প্রকাশ । শুভক্ষণে ছত্র দণ্ড করিলা অধিবাস ॥ কৌশল্যা সুমিত্ৰা আদি যত মাতাগণ । অন্তঃপুরে মঙ্গল করেন লৈয়া নারীগণ ॥ কৌশল্যার মন্দিরে পড়ে ঘন জয়ধ্বনি। প্রভাতে হবেন রাজ রাম চক্রপাণি ॥

  • 棗 肇 臀 স্ত্রী পুরুষে অযোধ্যায় করে জয় জয় নাদ । হেন রঙ্গে কুবজীয়ে পাতিল প্রমাদ ॥ কৈকেয়ীর দাসী কুবজী নাম তার। গণ্ডগোল অযোধ্যাতে সদায় তাহার ॥ নগরে প্রবেশ করি দেখিল উল্লাস । যত প্রজাগণ মিলি নৃত্য গীত হাস ॥ কুবজী বলে প্রজাগণ কহ বিবরণ। আজ অযোধ্যাতে কেন গীত ও নাচন ॥

প্রজাগণে বলে তুমি নাহি জান কাৰ্য্য। দশরথ শ্রীরামকে কালি দিবে রাজ্য। এত শুনি কুবঞ্জীর মনেতে বিষাদ। বিরস বদনে গেল কৈকেয়ীর সাক্ষাত ॥ নিশ্চিন্তে কি কর বসি ভরতের আই। আজুকার কথায় ইচ্ছা কালকূট খাই । গলে কুম্ভ বান্ধি কিবা মরি যাইয়া জলে। তুমি ছার উপজিলা কেকয় রাজার কুলে। কৈকেয়ী বলে কুবুজী আমারে ভৎস কেনে। রাজা মোরে অবজ্ঞা ন কৈল কোন কালে ৷ কুবুজা বলেন কৈকেয়ী না শুনিছ তত্ত্ব। শ্রীরামেরে রাজা করে রাজা দশরথ । কৌশল্যা প্রধান রাম তাহার তনয়। বিশেষ নৃপতি হবে রাম মহাশয় ॥ কৌশল্যার ভাগ্যের কথা না যায় কহন। অযোধ্যার রাজা হয় তাহার নন্দন ॥