পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৮২৬ বঙ্গ-সাহিত্য-পরিচয় । শ্রীহট্টে জন্মিলা পণ্ডিত গদাধর। মুরারি মিশ্রের ঘরে সভার গোচর। সেই দেশে শ্রীরাম পণ্ডিত শ্ৰীনিবাস । শ্ৰীচন্দ্রশেখর গুপ্ত মুরারি প্রকাশ ৷ পুণ্ডরীক বিদ্যানিধি জন্ম চাটগ্রাম। তথাই জন্মিলা দত্ত বাস্থদেব নাম ॥ বুড়নে জন্মিলা শ্ৰীঠাকুর হরিদাস । পরমানন্দ-পুরী বিষ্ণুপুরী তিরোতে প্রকাশ । শ্ৰীগদাধর দাস আউলিয়া দহে । কাচড়ায় শিবানন্দ সেন সভে কহে ॥ শ্রীরঘুনন্দন ক্রনরহরি দাস। শ্ৰীপরমেশ্বর খড়দহেতে প্রকাশ ॥ সদাশিব কবিরাজ কানাইয়া গ্রামেতে । জন্মিলা শ্ৰীবলরাম দাস দোগাছাতে ॥ জন্মিলা বদনানন্দ বামুনপাড়ায়। যাহার সংগীত গুণ সৰ্ব্বজীবে গায় ॥ সভার কনিষ্ঠ তার নাম কৃষ্ণদাস । এই চারি ভাই নবদ্বীপে পরকাশ ৷ তথাতে জন্মিলা সাৰ্ব্বভৌম ভট্টাচাৰ্য্য। গৌড়মগুলেতে যত পণ্ডিতের বর্য্য। শ্ৰীকৃষ্ণপদারবিন্দ-ভৃঙ্গ জয়কৃষ্ণ দাস । বৈষ্ণব-দিগদর্শন করিলা প্রকাশ ৷ [ R ] নারায়ণী আলবাট প্রসিদ্ধ যাহার। শ্ৰীবৃন্দাবন দাস কুমার তাহার। জনম লভিলা যেই চৈতন্তের বরে। চৈতন্ত্য-লীলার ব্যাস বৃন্দাবনে কহে ॥ বনমালী আচাৰ্য্য পণ্ডিত গোপীনাথ । দামোদর পণ্ডিত শঙ্কর একসাথ ॥ নীলাম্বর চক্রবর্তী মিশ্র নারায়ণ । শ্রীরাম পণ্ডিত আর মিশ্র সুদর্শন ॥ সদাশিবাচার্য্য আর শ্ৰীগৰ্ত্ত সংহতি ।