পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৮৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bుల8 বঙ্গ-সাহিত্য-পরিচয় । পিতা মাতা সপিণ্ড অশৌচ নিশ্চয় । তিনদিন পরে সেত শুদ্ধসত্ব হয় ৷ ইহার মধ্যেতে যদি দন্ত হয় থাকে। তবে পঞ্চ দিবস অশৌচ হয় লোকে ॥ ছয় মাসের অনন্তর মধ্যে দুবৎসরে । চূড়াহীন বালক শূদ্রের যদি মরে ॥ তবে পঞ্চ দিবস অশৌচ হয় তার। শাস্ত্রের সঙ্গত এই বেদের বিচার ॥ ইহার মধ্যেতে যদি কৃতোদ্বাহ হয়। তবে তার ত্রিংশৎ বাসর শুদ্ধি হয় ৷ ষড়বৎসর পর্য্যন্ত দ্বিতীয়াদ পরে । দ্বাদশাহ অশৌচ জানিছ এ সংসারে। ইথে তার বিবাহ যদ্যপি হয় থাকে। তবে পূর্ণ অশৌচ জানিছ ইহলোকে ॥ লালশশী-বিরচিত কর্তাভজাদের গান। ( ১০০ শত বৎসরের পুরাণ পুথি হইতে সঙ্কলিত। ) AASAASAASAAAS লালশশীর এই গানগুলি প্রায়ই দুৰ্ব্বোধ। কিন্তু কাটা-ঘেরা বনপথে চলিতে চলিতে যেরূপ দুই একটি স্নিগ্ধ সুন্দর কুসুমের সাক্ষাৎকার পাওয়া যায়, এই দুৰ্ব্বোধ রচনার মাঝে মাঝে তেমনই দুই একটী মনোজ্ঞ ভাব আমাদের চিত্ত আকর্ষণ করে। শেষ পদগুলিতে সাধনার কথা জাজ্জ্বল্যমান। তাহ এত সরল যে মৰ্ম্মস্পর্শী। কথাগুলি সহজে ব্যক্ত হইয়াছে; এবং লালশশী যে গুপ্ত সাধনার পথে অনেকটা অগ্রসর হইয়াছিলেন, তাহ সেগুলি পড়িয়া বেশ বুঝা যায়। আমরা বহু চেষ্টা করিয়াও ইহার সকল কথা বুঝিতে পারিলাম না।