পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—কর্তাভজা লালশশী—১৮শ শতাব্দী। Sr8(t কেউ ভবজলধি-মধ্যে নিধি পায়, যদি ভুবলে অক্ষয় হইএ সে রয় কোন কালে কোন ভয় নাই, আমি সেই নীরেতে আছি ডুবে মধ্যে মধ্যে কায কামার। লালশশী বলে আছি ডুবে মধ্যে মধ্যে কায কামায়। ( ৩৭ ) আমি রসের সাগর ভেবে। ঐ তল্লাসে দেশে দেশে ফিরছি রাত্রি দিবে। যতো ফিরতে ফিরতে পথে পাই দেখা, । নিরীক্ষণে ততক্ষণে হয় বাকা, দেথি একি অসম্ভব, .. আরাধ্য উৰ্দ্ধগতি সব, সদা মাতোয়ারা বহে ধারা দুই নয়নে ॥ ( * ) ঘুরতে আর পারি নে রে ভাই। রসের সাগর ঘোরতর ইচ্ছে করে ভেসে যাই ॥ ভাবছি ফিরে তাই -- - - ভ্রমণ ক্ষম হলো না, ੋਂ রাস্তার উপর বাসা ঘর নাগর দোলে না, -- , হয়ে দীর্ঘকপাল আকাশ পাতাল এই দেখতে পাই ॥ ( రిన ) বল সচেতনে মনে ভাবিলে। of o আনন্দিত হইবে হৃদি-কমলে। যেমন বল্পে আমারে, বলে দেথি জিজ্ঞাসি চেতন কে করে, এবার ফিরতে হবে পথে তা সুলক্ষ্য নাই ॥ ( 8- ) আমি ফিরছি বহুরূপে। ভেবে দেখি এইবার বুঝি ডুবি ভবকূপে। আবার ডুবে দেখি ভুবলে হয় না শেষ, ভেসে ভেসে বেড়াই শেষ দেশ বিদেশ,