পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট—কর্তাভজা লালশশী—১৮শ শতাব্দী। >b*8。 ( ৫৩ ) রাত্রি প্রভাত হইলে । ছোট বড় নিদ্রা হোতে উঠতে হয় সকালে। উঠে ঠকঠকিতে হয়ে ঠেকিতে, কর্তে হয় সকালে অন্নের চিন্তে, পশু পক্ষী নর আদি, চিন্তা কর্তে না কৰ্ত্তে যোগাচ্ছেন বিধি, সে তো নিযুক্ত কেবল সকলের এই স্থসারে । ( & & ) আশী লাখ জনমের পরে । মানব-দেহ ধারণ করে এসেছি এইবারে। পূৰ্ব্বজন্ম করণ হয়ে বিস্মৃতি, হিতাহিত গণনা এই তো মম প্রতি, তেঞি পুণ্য কৰ্ত্তে চাই, নিদান-কালে তাই হোলে রক্ষা যদি পাই, লালশশী বলে আগু চিন্তে করে ফেরে ॥ ( ; ; ) ভজ রে ভজ রে তার চরণ। যার নাম করিলে হয় সকল জাল নিবারণ। ওরে আমার মন ॥ তারে ভালবেসো রে অনায়াসে তারবে সে এ ঘোর পাথরে, আমি এক্ষণে যা বলি তোরে কাণ পেতে শোন ॥ ( «ч ) মন ভবে ভ্রমণ করছে যত দিন। ভ্রিমে ভ্রিমে ক্রমে ক্রমে হচ্ছে ক্ষীণ ॥ এমনি ক্ষীণ হতে হতে, দুঃখ পাবে অতিশয় নানান মতে, তুমি জড়াজড়ি করছে ধড়ে ভাই যতক্ষণ ॥ אליל