পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট-মায়া-তিমির-চন্দ্রিকা—১৮শ শতাব্দী। * >bや> প্রথম উল্লাস । ওরে মন কুগমন কুবৃত্তিতে ভুলিছ । পর-নারী-রূপ হেরি মদনেতে মোহিছ ॥ মোহ-মদে অন্ধ হৈয়া বিষয়েতে ভুলিছ । নিজ-গৃহ-দাহ-হেতু রিপু-অগ্নি জালিছ ॥ রসনার-সহকারে মিষ্ট দ্রব্যে ভুলিছ । নারী-রব সুমধুর শ্রবণেতে পূরিছ। মায়া-পুষ্প-রস-লুব্ধ ভৃঙ্গ-প্রায় ঘুরিছ। কাল-সপ-মস্তকের মণি দেখি ভুলিছ ॥ মোহ-মদে অন্ধ হৈয়া রত্ন বুঝি তুলিছ। তৃষ্ণাতে আকুল হইয়া মৃগ-প্রায় ধাইছ। মরীচি মার্তণ্ড তাপে যেন করে পেয়েছ। মায়াতে মজিয়া ধৰ্ম্ম-রত্ন সব ছাড়িছ ॥ পাতকের সাগরেতে অন্ধ মত ডুবিছ। কাম-লোভ রস জানি তাহ সদা লোভিছ ॥ মহা-কাল-কুট সেহ মন্ম নাহি জানিছ । কেন মন মত্ত তুমি মদ বুঝি খেয়েছ। কোন ধনে এত মত্ত কিবা নিধি পাইছ। গাভী বৎস ত্যাগ করি ব্যাঘ্র-শিশু পালিছ ॥ ধৰ্ম্মের অনলে কেন পাপ-জল ঢালিছ । সংসারের শতরঞ্চে কিবা খেলা খেলিছ ॥ নিজ অশ্ব কাটাইয়া বট কেন মারিছ। কাম-নাম-কিরাতের নারী-জালে ঠেকিছ ॥ পশ্চাতে কি দশা তার তাহ নাহি দেখিছ। দেহ আগে কৃমি কীট তাহ নাহি ভাবিছ ৷ হৃদে তৃষ্ণ পিয়া চিনি তাকে নাহি জানিছ। তার যোজনাতে সদা সঙ্কটেতে ঠেকিছ ॥ মিষ্ট দ্রব্য মিষ্ট রসে কেন মন ভুলিছ। ক্ষণ মাত্ৰ মল মুত্র তাহ নাহি বুঝিছ। কুলালের কুপ-কাষ্ঠ প্রায় কেন ঘুরিছ। মায়া-জালে বদ্ধ হৈয়া কেন সদা ফিরিছ।