পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

سوارا سران বঙ্গ-সাহিত্য-পরিচয় । রাজ-হিতে রুক্ষ যদি কহে মন্ত্রিগণ । তথাপি নির্ভয় রাজধৰ্ম্মের লিখন ॥ রুক্ষ হিত শুনি রাজা কোপ নাহি করে। রাজলক্ষ্মী আচল আপদ যায় দূরে। রাজা হৈয়া রাজনীতি পালেন না যেই । সকল আপদধাম রাজ্য-ভ্রষ্ট সেই ॥ পাত্র মিত্র পরিষদ অনুচরগণ । দুষ্ট হৈলে রাজা যদি না করে দমন ॥ অনায়াসে রাজ্য যার অ্যর প্রাণ ধন ৷ আপনি আপনা নাশে কে করে রক্ষণ ॥ আগে আত্মা জিনিবেক পশ্চাতে স্ব-নারী। ইষ্ট বন্ধুবৰ্গ যত ভৃত্য আদি করি ॥ পরে পাত্র মিত্র আর আর জনগণ । জিনিলে আপদ তার না হয় কখন। এ সকল জিনিতে না পারে যেবা জন । অচিরাতে শত্র-হাতে তাছার নিধন ॥ সুজন পালন করে ধৰ্ম্মের প্রকাশ । দুৰ্জ্জন তর্জন করে অধৰ্ম্ম বিনাশ ॥ সেই ভুঞ্জে মহাসুখ ইহ পৰকাল। রাজধৰ্ম্ম সার এই শুন মহীপাল ॥ দিবাকর ভ্রমে যেন অবনীমণ্ডলে । তেমতি পালিয়া রাজ্য দেখাবে সকলে ॥ দুষ্ট নষ্ট ভালরূপ নিশ্চয় জানিবে। যে হউক সে হউক তারে তখনি বৰ্জ্জিবে { রাজধৰ্ম্ম নীতি-মৰ্ম্ম বলিলাম এই। পালন না কর যদি আমি ইথে নেই ॥ এত কাল না কহিছি এ সব কথন। দেখিয়া দেখিয়া রাজসভার চলন ॥ ভুলিলে সকলে আর ভুলিলে আপনে । আমার কথায় কিবা হইত তখনে ॥