পাতা:বঙ্গ-সাহিত্য-পরিচয় (দ্বিতীয় খণ্ড).djvu/৯৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিশিষ্ট –আনন্দময়ী --১৮শ শতাব্দীর মধ্যভাগ । ծե-Գ Չ সুমধ্যম পনস্তন চম্পক-বরণী । বিম্বাধর সিতমুখী মুকুতা-দৰ্শন ৷ স্থলপদ্ম জিনি পদ পল্লবশোভন । পরিছে বসন কত বিচিত্র রচনা ৷ চুনি মণি বহু মূল্য জড়িত রতন। বিদ্যুতের প্রায় সব গিরির ভবন ॥ গাঁহিছে মঙ্গল সবে অতি হরষিতে । উমার স্নানের চেষ্ট্র রাণীর ত্বরিতে ॥ মুতৈল হরিদ্র-রস একত্র করিয়া। রত্নসিংহাসনোপর উমারে বসাইয়া ॥ মাজিছে কোমল দেহ হরিদ্রার রসে । অঙ্গেতে ঢালিছে বারি সখি সব হেসে ॥ স্নান করাইয়া অঙ্গ মোছায় যতনে। পরাইল জরি সাড়ী রচিত রতনে ॥ যে কটিতে পরাজিছে মহেশ ডমরু । ধরিতে বসন-ভার মানিয়াছে গুরু ॥ বিচিত্র আসনোপর নিয়া বসাইল । সিন্দুর সহিত জয় বিজয়ী আসিল ॥ শিরে বারি অল্প পূৰ্ব্বে দিয়াছে জানিয়া । বান্ধিছে কবরী কেশ বেণী জড়াইয়া ॥ সিন্দুরের বিন্দু দিল সীমন্ত সারিয়া । যে নাসা হেরিয়া তিলপুষ্প পৈল ভূমে । বিরাজিত করল তারে তিলক কুসুমে ॥ 彎 囊 蠢 韃 鷺 齋 দুই করে মুকঙ্কণ শঙ্খ পরাইল। 壽 囊 籌 彰 鶯 籌 চরণেত বঙ্ক মল দিল তিন থরি (১) ॥ পঞ্চমে ঘুঘুরা ডোরা মত সারি সারি। 鷲 籌 鷲 鶯 籌 囊 আলতার চিক পদে চাদের বাজার। হেরে সুরনারীগণ কত বারে বার। মালা গলে করি উমা থেলিয়াছে ফুলে ৷ (১) থরি = স্তর। ২৩৫